Friday, December 5, 2025
বাড়িজাতীয়রাশিয়া থেকে তেল কিনবে না ভারত! ট্রাম্পের দাবির মাঝেই মুখ খুললেন রুশ...

রাশিয়া থেকে তেল কিনবে না ভারত! ট্রাম্পের দাবির মাঝেই মুখ খুললেন রুশ রাষ্ট্রদূত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ অক্টোবর : রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন। বুধবার এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই দাবির পরই ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমে বিবৃতি জারি করেছে বিদেশমন্ত্রক। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। সাফ জানিয়ে দিয়েছেন, জ্বালানি নিয়ে ভারত-রাশিয়ার সম্পর্ক আগের মতোই সামঞ্জস্যপূর্ণ রয়েছে।

রুশ তেল কেনা নিয়ে ডেনিসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভারত সরকারের কাছে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষা করাই তাদের ধারাবাহিক অগ্রাধিকার। তবে জ্বালানি নিয়ে দু’দেশের সম্পর্ক অত্যন্ত মজবুত এবং সামঞ্জস্যপূর্ণ।” তিনি আরও বলেন, “ভারত-আমেরিকা দেশই স্বাধীন। তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আমরা এই বিষয়গুলিতে হস্তক্ষেপ করব না। তবে রুশ তেল ভারতীয় অর্থনীতি এবং দেশের জনগণের কল্যাণের জন্য যথেষ্ট উপকারী।”

উল্লেখ্য, বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলছেন, “মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চিনও সেই একই পথে হাঁটুক।” এরপর আসর নামেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোশাল মিডিয়ায় এক পোস্টে রাহুল কটাক্ষ করেন, ‘প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।’ তারপরই সামনে আসে বিদেশমন্ত্রকের বিবৃতি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, “তেল ও গ্যাসের একটি অন্যতম আমদানিকারক হল ভারত। জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষা করাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়।” আরও বলা হয়েছে, “জ্বালানির স্থিতিশীল দাম এবং সুরক্ষিত সরবরাহ, দু’টি বিষয়ই আমাদের লক্ষ্য। এইসঙ্গে জ্বালানি উৎসের বিস্তার এবং বাজারের পরিস্থিতি বিচার করে চাহিদাপূরণই হল অন্যতম নীতি।” এই পরিস্থিতিতে মুখ খুললেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য