Friday, December 5, 2025
বাড়িজাতীয়মধ্যপ্রদেশে একসঙ্গে ২৫ রূপান্তরকামীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

মধ্যপ্রদেশে একসঙ্গে ২৫ রূপান্তরকামীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ অক্টোবর : একসঙ্গে ২৫ জন রূপান্তরকামী ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে এই ঘটনা ঘটেছে। অসুস্থদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থ ২৫ জনকে। হাসপাতাল সুপার বলেন, ডা. বসন্ত কুমার নিঙ্গাওয়াল বলেন, “আমাদের হাসপাতালে প্রায় ২৫ জন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষ ভর্তি হয়েছেন। তারা একসঙ্গে ফিনাইল সেবনের দাবি করেছেন। এখনই এই বিষয়ে নিশ্চিত করা কিছু বলা যাবে না।” তিনি আরও জানান, কারও অবস্থা গুরুতর নয়।

কেন ২৫ জন গণ আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ দন্ডোটিয়া বলেন, “তদন্তের পরেই স্পষ্ট হবে যে রূপান্তরকামী সম্প্রদায়ের লোকেরা কী পদার্থ খেয়েছিল এবং কেন।” তদন্তকারী আরও এক পুলিশকর্তা বলেন, এই ঘটনাটি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের দু’টি স্থানীয় গোষ্ঠীর মধ্যে বিরোধের সঙ্গেও সম্পর্কিত হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য