নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): হরিয়ানার ফরিদাবাদে অমৃতা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার অমৃতা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে মাতা অমৃতানন্দময়ীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই হাসপাতালটি মাতা অমৃতানন্দময়ী মঠ দ্বারা পরিচালিত। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আম্মা ভালোবাসা এবং ত্যাগের মূর্ত প্রতীক। তিনি সকলের জন্য অনুপ্রেরণা।”
২,৬০০ শয্যা বিশিষ্ট অমৃতা হাসপাতালটি একটি সুপার-স্পেশালিটি হাসপাতাল। আনুমানিক ৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি ফরিদাবাদ এবং সমগ্র এনসিআর অঞ্চলের মানুষকে অত্যাধুনিক স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করবে। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আধ্যাত্মিক ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান পিপিপি মডেলের একটি উদাহরণ। এই মডেলটি তৃণমূল স্তরে পৌঁছতে সাহায্য করে এবং প্রত্যন্ত অঞ্চলেও প্রগতি নিশ্চিত করে। দেশটি এখন শিক্ষা ও চিকিৎসা সেক্টরকে রূপান্তর করার জন্য মিশন মোডে রয়েছে।”