নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লিতে আরও ৯৭টি বৈদ্যুতিক বাসের সূচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নতুন ৯৭টি বৈদ্যুতিক বাসের সূচনার পর দিল্লিতে মোট ইলেকট্রিক বাসের সংখ্যা বেড়ে হল ২৫০। এদিন ই-বাসের সূচনা করার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির রাস্তায় এখন মোট ২৫০টি ই-বাস দৌড়বে।
কেজরিওয়াল আরও জানিয়েছেন,️ চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই সংখ্যা বেড়ে হবে ৩০০ এবং ২০২৩ সালের নভেম্বর মাসে এই সংখ্যা বেড়ে হবে ১৮০০। ২০২৫ সালের শেষ নাগাদ মোট ১০ হাজার ৩৮০টি বাসের মধ্যে ৮,১৩০টি বৈদ্যুতিক বাস ছুটবে দিল্লিতে। দেশের বেশিরভাগ ই-বাস দিল্লিতেই থাকবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলটও।