নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.) : আগামী ২৮ আগস্ট, রবিবার কংগ্রেস প্রেসিডেন্ট পদে নির্বাচনের তারিখ ঠিক করার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসবে। ভার্চুয়াল ওই বৈঠকে সভাপতিত্ব করবেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। ২৮ আগস্টের ওই বৈঠকে কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।
ভারপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বুধবার জানিয়েছেন, কংগ্রেস সভাপতি নির্বাচনের তারিখের সঠিক সময়সূচী অনুমোদনের জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটি-র একটি ভার্চুয়াল বৈঠক আগামী ২৮ আগস্ট বিকেল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ওই বৈঠকের পৌরহিত্য করবেন।