Friday, March 21, 2025
বাড়িজাতীয়চাকরির আশ্বাসে জমি হাতানো মামলায় বিহারে সিবিআই হানা, আরজেডি বলল উদ্দেশ্যপ্রণোদিত

চাকরির আশ্বাসে জমি হাতানো মামলায় বিহারে সিবিআই হানা, আরজেডি বলল উদ্দেশ্যপ্রণোদিত

পাটনা, ২৪ আগস্ট (হি.স.): রেলে চাকরির আশ্বাস দিয়ে জমি হাতানো মামলার তদন্তে আরজেডি-র একাধিক নেতার বাড়ি ও দফতরে তল্লাশি অভিযান চালাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, বুধবার সকাল থেকে আরজেডি-র রাজ্যসভা সাংসদ আশফাক করিম, বিধান পরিষদের সদস্য তথা দলের কোষাধক্ষ্য সুনীল সিং এবং বিধান পরিষদের প্রাক্তন সদস্য সুবোধ রাইয়ের ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি আরজেডি নেতা ফাইয়াজ আহমেদের বাড়িতেও তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

প্রসঙ্গত, জমির বিনিময়ে সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলায় জুলাই মাসে লালু-ঘনিষ্ঠ ভোলা যাদবকে গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআই-এর এই অভিযান প্রসঙ্গে সুনীল সিং বলেছেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযান চালানো হয়েছে। তাঁরা ভয়ে এমনটা করছেন।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য