Thursday, November 13, 2025
বাড়িজাতীয়‘ভারতের প্রধানমন্ত্রী দুর্বল’,মোদিকে আক্রমণ রাহুলের

‘ভারতের প্রধানমন্ত্রী দুর্বল’,মোদিকে আক্রমণ রাহুলের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ সেপ্টেম্বর ।। শুক্রবার একধাক্কায় H1B ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বহু ভারতীয়র আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্নে বড় আঘাত এল বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বলেন, “ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত দুর্বল।”

শনিবার নিজের পুরনো একটি টুইট শেয়ার করেন রাহুল। যেখানে লেখা, ‘ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত দুর্বল।’ একইসঙ্গে ভিসা সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদনের ছবিও শেয়ার করেন কংগ্রেস সাংসদ। তাঁর অভিযোগ, মোদি বিদেশে ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত করতে ব্যর্থ। রাহুলের পাশাপাশি প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জন্মদিনে ট্রাম্প প্রশাসন আপনাকে যা উপহার দিয়েছে, তাতে ভারতীয়রা ব্যথিত।’ একইসঙ্গে, ভারতের বিদেশনীতি নিয়েও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি খাড়গে।

উল্লেখ্য, আমেরিকায় গিয়ে কাজ করার দিক দিয়ে বিচার করলে এই বিশেষ শ্রেণির ভিসাটি ভারতীয়দের মধ্যে খুবই জনপ্রিয়। এইচ- ওয়ানবি ভিসা-র নিয়ম মেনেই বহু বছর ধরে আমেরিকার নামী সংস্থাগুলি বহু বছর ধরে বিদেশি নাগরিক তথা দক্ষ শ্রমিক ও প্রযুক্তিবিদদের নিজেদের দেশে নিয়ে এসে নানা প্রোজেক্টের কাজ করেছে। এখন ওই ভিসা পেতে খরচ পড়ে ২১৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৮ হাজার ৯৩৯ টাকা। পরিবর্ধিত ফি হবে ১ লক্ষ মার্কিন ডলার। অর্থাৎ এবার ওই ভিসা পেতে গেলে ভারতীয় মুদ্রায় গুনতে হবে ৮৮ লক্ষ ১১ হাজার টাকা! ভিসার খরচ এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় মার্কিন সংস্থাগুলির পাশাপাশি আমেরিকায় কাজ করতে ইচ্ছুক ভারতীয়দের কপালে ভাঁজ পড়বে তা বলাই যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য