Tuesday, November 18, 2025
বাড়িজাতীয়‘ভোটের জন্য কত নিচে নামবে’, মোদিকে বলছেন মা হীরাবেন, কংগ্রেসের AI ভিডিও’য়...

‘ভোটের জন্য কত নিচে নামবে’, মোদিকে বলছেন মা হীরাবেন, কংগ্রেসের AI ভিডিও’য় বিতর্ক

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ সেপ্টেম্বর ।। গালাগালি কাণ্ডের পর এবার AI ভিডিও। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা-কে ভোটপ্রচারে টেনে এনে বিতর্কে কংগ্রেস। হীরাবেন মোদিকে নিয়ে কংগ্রেসের বানানো AI ভিডিও নিয়ে প্রবল আপত্তি বিজেপির। গেরুয়া শিবির বলছে, “গোটা মহিলা সমাজকে অপমান করেছে কংগ্রেস।”

ব্যাপারটা কী? সম্প্রতি বিহার কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে একটি AI ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিও-তে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীর স্বর্গগত মা স্বপ্নে তাঁকে বকাবকি করছেন। ওই ভিডিও-তে AI-এর মাধ্যমে মোদির মাকে দিয়ে বলানো হয়েছে, “বাবা নরেন। ভোটের জন্য আর কতটা নিচে নামবে। প্রথমে তুমি আমাকে নোটবন্দির লাইনে দাঁড় করালে। তারপর আমাকে প্রণাম করারও রিল বানালে। এবার বিহারেও আমার নামে রাজনীতি করছ। অপমানজনক পোস্টার ব্যানার ছাপছো। রাজনীতির নামে আর কত নিচে নামবে?” ওই ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে কংগ্রেসের তরফে পোস্ট করে বলা হয়, “সাহেবের মা তাঁর স্বপ্নে এসেছেন। দেখুন কী মজাদার কথা হল?”

কংগ্রেস ওই ভিডিও পোস্ট করতেই তেড়েফুঁড়ে আক্রমণে নামে বিজেপি। সাংসদ রাধামোহন আগরওয়াল বলেন, “ভারতীয় রাজনীতিতে নয়া অধঃপতন। প্রধানমন্ত্রী মোদি সবসময় ব্যক্তিগত জীবন থেকে রাজনীতিকে আলাদা রাখতে পছন্দ করেন। তাঁর মা-কে নিয়ে এভাবে আক্রমণ, শুধু গোটা দেশকে বিভ্রান্ত করাই নয়, দেশের সব মা-বোনেদের অপমান।” যদিও কংগ্রেস এতে ভুল কিছু দেখছে না। দলের সোশাল মিডিয়া সেলের প্রধান পবন খেরা বলছেন, “একজন মা তাঁর সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন। এতে অপমানের কী আছে।” তবে সূত্রের খবর বিহার কংগ্রেসের সোশাল মিডিয়া টিম বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। কীভাবে ওই ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড হল, সেটা নিয়ে তদন্ত করা হচ্ছে।

নরেন্দ্র মোদির মা হীরাবেন মারা গিয়েছিলেন ২০২২-এর ডিসেম্বরে। মৃত্যুর ৩ বছর পর বিহার ভোটের আগে আচমকা ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন হীরাবেন। কিছুদিন আগে রাহুলের ভোটাধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রীর মা-কে গালাগালের অভিযোগ উঠেছে। যদিও সেসময় কংগ্রেসের কোনও নেতা মঞ্চে ছিলেন না। এবার AI ভিডিও নিয়েও বিতর্ক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য