নয়াদিল্লি, ৩১ জুলাই ( হি.স.) : রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে স্বাধীনতার অমৃত মহোৎসবের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মহান বিপ্লবীদের স্মরণ করে তিনি জনগণকে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, তেরঙা প্রচারের আওতায় আমরা তেরঙাকে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলও করতে পারি।
এদিন ‘মন কি বাত’-এর ৯১ তম পর্বে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বাধীনতার অমৃত উত্সব একটি গণ আন্দোলনে রূপ নিয়েছে, এটা আনন্দের বিষয়। দেশের সর্বস্তরের মানুষ এবং সমাজের প্রতিটি স্তরের মানুষ সারাদেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি আরও বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত একটি বিশেষ ‘হর ঘর তিরঙ্গা’ প্রচার চালানো হচ্ছে। জনগণকে অবশ্যই এই প্রচারের অংশ হতে হবে এবং ১৩ থেকে ১৫ আগস্ট তাদের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করতে হবে। তেরঙা আমাদের এক করে। দেশের জন্য কিছু করতে অনুপ্রাণিত করে। আগামী ২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমরা সকলেই আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবিতে তিরঙ্গা লাগাতে পারি।