নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বিরাজমান, এমতাবস্থায় শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করল বলল নির্বাচন কমিশন। উভয়কেই দলিল প্রমাণ জমা দিতে বলা হয়েছে, প্রমাণ করতে হবে যে তাদের গোষ্ঠীতে সংখ্যাগরিষ্ঠ সদস্য রয়েছে।
শনিবার নির্বাচন কমিশন উদ্ধব ঠাকরে শিবিরের কাছে একনাথ শিন্ডে গোষ্ঠীর দ্বারা নির্বাচন কমিশনকে লেখা চিঠি এবং ঠাকরে শিবিরের চিঠি শিন্ডে গোষ্ঠীকে পাঠিয়েছে। উভয় পক্ষকে ৮ আগস্টের মধ্যে নিজেদের প্রতিক্রিয়া দাখিল করতে হবে।