স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন। রাশিয়ার আগ্রাসনের ১০০তম দিনে প্রকাশিত ভিডিওতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘জয় আমাদের হবেই’।ভিডিওতে তার সঙ্গে ছিলেন ইউক্রেইনের প্রধানমন্ত্রীসহ ঘনিষ্ঠ কয়েকজন মিত্র। জেলেনস্কি ও তার টিম রাজধানীর কিইভের কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন।
ভিডিওতে জেলেনস্কি বলেন, “ইউক্রেইনের সশস্ত্রবাহিনীও এখানে আছে, আমাদের দেশের জনগণ এখানে আছে। আমরা ইতোমধ্যেই ১০০ দিন ধরে ইউক্রেইনকে রক্ষা করে এসেছি। জয় আমাদের হবেই। জয় ইউক্রেইন।”বিবিসি জানায়, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পরদিন ২৫ ফেব্রুয়ারিতে কিইভ এর একই জায়গা থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি একই ধরনের একটি ভিডিও প্রকাশ করেছিলেন।সেই সময় জেলেনস্কি পশ্চিমাদের আহ্বানে কিইভ ত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেছিলেন, “আমার গোলাবারুদ দরকার। কিইভ ছেড়ে যাওয়ার দরকার নাই।”আর এখন চলমান যুদ্ধের ১০০ দিন পরও পোস্ট হওয়া ভিডিওতে তিনি দেখা দিলেন।