Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদজাতিসংঘে চীনের ৫০ বছর, বৈশ্বিক সহযোগিতার আহ্বান শি জিনপিংয়ের

জাতিসংঘে চীনের ৫০ বছর, বৈশ্বিক সহযোগিতার আহ্বান শি জিনপিংয়ের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৬ অক্টোবর :   জাতিসংঘে চীনের সদস্যপদের ৫০ বছর পূর্তিতে দেওয়া এক ভাষণে বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

চীন সবসময় বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক বিধি বজায় রাখবে বলে সোমবার বেইজিংয়ে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি দেন তিনি।  বিশ্বব্যাপী চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের উদ্বেগ প্রকাশের মধ্যে শি এ প্রতিশ্রুতি দিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।বিবিসি জানিয়েছে, ভাষণে শি বারবার বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন ও সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলোতে বহুপাক্ষিক সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেন।

চীন জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হলেও ১৯৭১ সালের আগ পর্যন্ত দেশটিকে তাদের আসন গ্রহণে বাধা দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। ওই বছর তাইওয়ানকে বিশ্ব সংস্থাটি থেকে বহিষ্কার করে গণপ্রজাতন্ত্রী চীনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেয় জাতিসংঘ। ওই প্রসঙ্গে শি বলেন, “গণপ্রজাতন্ত্রী চীনের সরকারের প্রতিনিধিকে জাতিসংঘে চীনের একমাত্র বৈধ প্রতিনিধির স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ছিল চীনের জনগণ ও বিশ্বের সকল মানুষের জয়।”তিনি আরও বলেন, “চীন দৃঢ়ভাবে সব ধরনের আধিপত্যবাদ, ক্ষমতার রাজনীতি, একতরফবাদ ও সুরক্ষাবাদের বিরোধিতা করে।” তিনি বিশ্বের দেশগুলোকে শান্তি, উন্নয়ন, ন্যায়বিচার, গণতন্ত্র, স্বাধীনতার মতো মূল্যবোধগুলোর উন্নয়নের আহ্বান জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য