Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদদুদিনের সফরে মরিশাসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুদিনের সফরে মরিশাসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ মার্চ : দুদিনের সফরে মঙ্গলবার পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ও তাঁর গোটা মন্ত্রিসভা। পাশাপাশি সেখানকার প্রধান বিচারপতি-সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয় তাঁকে। ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মোদি। পাশাপাশি মরিশাসে ভারত পরিচালিত অন্তত ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সোমবার মধ্যরাতে দিল্লি থেকে মরিশাসের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধু দেশের মাটিতে পা রাখার আগে সোমবার রাতে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে নয়া মাত্রা দিতে তাঁর এই সফর। প্রধানমন্ত্রী লেখেন, ‘মরিশাস ভারতের সামুদ্রিক প্রতিবেশী পাশাপাশি ভারত মহাসাগরের অন্যতম অংশীদার। ভারতের সঙ্গে মরিশাসের এক গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। আমার এই সফর আমাদের বন্ধুত্বের ভিত্তি আরও মজবুত করবে এবং ভারত-মরিশাস সম্পর্কের এক উজ্জ্বল অধ্যায় তৈরি করবে।’ পাশাপাশি তিনি লেখেন, ‘আমাদের দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে মরিশাসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বাড়নোর সুযোগের অপেক্ষায়।’

এর পর মঙ্গলবার সকালে পোর্ট লুইস বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিমান অবতরণের পর গোটা মন্ত্রিসভাকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানান মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম। প্রধানমন্ত্রীর গলার ফুলের মালা পরিয়ে তাঁকে আলিঙ্গন করেন নবীন। বিমানবন্দরেই দেওয়া হয় গার্ড অফ অনার। ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মোদি। ভারতীয় নৌসেনার একটি জাহাজ-সহ ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।’

উল্লেখ্য, সিঙ্গাপুরের পর মরিশাস ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ইন্ডিয়ান অয়েল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র মতো ১১ টি ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে সেদেশে। এছাড়াও নানা ক্ষেত্রে মরিশাসের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তিও রয়েছে। জানা যাচ্ছে, এই সফরে ভারত পরিচালিত অন্তত ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাণিজ্যিক চুক্তির পাশাপাশি ভারত মহাসাগরে চিনা আগ্রাসনের কথা মাথায় রেখে সমুদ্র নিরাপত্তার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে। ইতিমধ্যেই মরিশাসে ভারত একটি বন্দরও গড়ে তুলেছে। সেখানকার পোর্ট লুইসে ভারতীয় নৌসেনার একটি জাহাজ সামুদ্রিক নিরাপত্তার জন্য মোতায়নও রাখবে নয়া দিল্লি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য