Saturday, March 22, 2025
বাড়িবিশ্ব সংবাদইউনুসের উপদেষ্টা পদ থেকে ইস্তফা নাহিদের

ইউনুসের উপদেষ্টা পদ থেকে ইস্তফা নাহিদের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : শুক্রবারই আত্মপ্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল। তার আগে আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন নাহিদ ইসলাম। গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। তৈরি হয় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে পড়ুয়াদের একটি নতুন সংগঠনের। যার অন্যতম সমন্বয়ক নাহিদ। ‘হাসিনা হঠাও অভিযানে’ সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে নাহিদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

যতদিন যাচ্ছে বাংলাদেশে জাতীয় নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। দ্রুত ভোট করানোর জন্য মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি, জাতীয় পার্টির মতো একাধিক রাজনৈতিক দল। প্রথমে কোণঠাসা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে হাসিনার আওয়ামি লিগও। দেশের মসনদে বসতে চায় বৈষম্যবিরোধী ছাত্ররাও। রাজনীতির ময়দানে নাম লিখিয়ে তারাও নতুন দল খোলার ঘোষণা করেছে। এই দলের নেতা হবেন নাহিদ ইসলাম। তাই তিনি আগেই জানিয়েছিলেন রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার জন্য উপদেষ্টার পদ ছেড়ে দেবেন ।

জানা গিয়েছে, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। ‘জুলাই গণ-অভ্যুত্থানে’র সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন এই দলের শীর্ষ পদগুলোতে আসছেন। তার আগে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় এই তথ্য জানিয়েছে।

সূত্রের খবর, নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনও আপত্তি ছিল না। সদস্যসচিব হিসেবে কে আসবেন, মূলত তা নিয়ে মতবিরোধ ছিল। সমঝোতার ভিত্তিতে এই পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্রশিবিরের প্রাক্তন নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের (শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি) নাম নিয়ে আলোচনা চলছে। আর দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দলের মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম। ওই আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা। এর তিন দিনের মাথায় ৮ আগস্ট মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক প্রাক্তন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নতুন রাজনৈতিক দল বিপদ ডেকে আনবে ইউনুসের জন্যই। এই বৈষম্যবিরোধী ছাত্ররাই তাঁকে ক্ষমতায় বসিয়েছিলেন। ইউনুসের নিজের কোনও রাজনৈতিক দল নেই।নির্বাচন ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঘরে-বাইরে চাপে রয়েছেন ইউনুস। অনেকেই অভিযোগ করছেন, গদির লোভে নির্বাচনে দেরি করছেন তিনি। এবার এই ছাত্ররাও নামছে রাজনীতিতে। ফলে তাঁর দিক থেকে সমর্থন কমে আসছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য