স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুন : সড়ক সংস্কারের দাবিতে ও.এন.জি.সি -র মূল ফটকে তালা ঝোলালো গ্রামবাসী। ঘটনা সোনামুড়া থানাধীন নলছড় ব্লকের অন্তর্গত খেদাবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকায়। গ্রামবাসীদের অভিমত ও এন জি সি -র কোন এক ডেভলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করার সময় খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নাম্বার ওয়ার্ডের রাস্তাটি নষ্ট হয়ে যায়। পরে দীর্ঘদিন ও এন জি সি কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়ে কোন প্রকার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার ও এন জি সি গেইটে তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা।
গ্রামবাসী আরো জানায়, ওএনজিসি -তে নতুন যে আধিকারিক এসেছেন তিনি নাকি বলেছেন গ্রামবাসীদের তরফ থেকে পূর্বে দেওয়ার ডেপুটেশন গুলির স্মারক লিপি তাদের কাছে নেই। তারা সেগুলি খুঁজে দেখবেন এবং পুনরায় গ্রামবাসীদের তরফ থেকে দেওয়া ডেপুটেশনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন। যাতে দ্রুত তাদের সমস্যার সমাধান করা যায়। তাই তারা কিছুদিন সময় বেঁধে দেন যদি অনতিবিলম্বে দ্রুত সড়ক সংস্কার করার না হয়। নাহলে আগামী দিনে ওএনজিসি কর্তৃপক্ষের কোন যানবাহন খেরা বাড়ি গ্রাম পঞ্চায়েতের সড়কের উপর দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে গ্রামবাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলেও তাদের কিছু যায় আসে না। তারা তাদের দাবিতে অনড় থাকবে।