Tuesday, February 11, 2025
বাড়িবিশ্ব সংবাদত্রদের ভিড়ে বোধহয় সিদুঁরে মেঘ দেখছেন ইউনুস।

ত্রদের ভিড়ে বোধহয় সিদুঁরে মেঘ দেখছেন ইউনুস।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৫ ফেব্রুয়ারি : এক ছাত্র আন্দোলনে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। আমূল বদলে গিয়েছিল প্রতিবেশী বাংলাদেশ। বিরোধী শক্তির হাতে গিয়েছিল দেশ শাসনের ভার। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার। ওলটপালট হয়ে গিয়েছিল বাংলাদেশের সামগ্রিক ছবিটা। কয়েকমাস পর সেই ছাত্র আন্দোলনের দ্বিতীয় ঢেউ যেন আছড়ে পড়ছে! বৈষম্য বিরোধী ছাত্রদলের হাতে এবার নিজের বাসভবনে ঘেরাও মহম্মদ ইউনুস। সোমবার সকাল থেকে এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, তবে কি হাসিনার মতো পরিণতিই হবে বর্তমান শাসকের?


২০২৪ সালের জুলাইয়ে ঢাকার ছাত্র আন্দোলন ছিল শিক্ষাক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে। যার জেরে শেষপর্যন্ত আগস্টে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। একে একে তাঁর মন্ত্রিসভার সদস্যরাও পদ ছেড়ে দেন। এরপর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ইউনুসকে দেশের শাসন ক্ষমতায় বসায়। ঠিক ছ মাসের মাথায় আবারও বাংলাদেশে প্রায় একই পরিস্থিতি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৭ কলেজ নিয়ে জটিলতা। বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বেরতে চেয়ে ওইসব কলেজের পড়ুয়ারা আন্দোলনে নামে। এদিকে, বৈষম্য বিরোধী পড়ুয়ারা নিজেদের দাবিদাওয়া নিয়ে আলাদা রাজনৈতিক দল গড়তে চান। তাঁদের অন্যতম দাবি, মুজিব আমলের সংবিধান বাতিল করা হোক। তবে তাতে নারাজ ইউনুস সরকার। আর এখানেই বিরোধ উভয় পক্ষের।

সূত্রের খবর, রবিবার রাত থেকে ইউনুসের বাসভবন ঘেরাও করে রেখেছে পড়ুয়াদের একাংশ। আর এই ছবি মনে করিয়ে দিচ্ছে, ছমাস আগে ঢাকার বঙ্গভবনের সেই চেহারা। আগস্টে হাসিনা দেশ ছাড়ার ঠিক পরই বিক্ষোভকারীরা তাঁর বাসভবনে ঢুকে অবাধে লুটপাট চালিয়েছিল। হাঁস-মুরগি থেকে আলমারি, ফ্রিজ, টেলিভিশন – সমস্ত কিছু নিজেদের ব্যবহারের জন্য নিয়ে গিয়েছিল আমজনতা। শুধু তাই নয়, লুটের তালিকায় ছিল দেশের মহিলা প্রধানমন্ত্রীর দামি শাড়ি, প্রসাধন সামগ্রীও। নিজের বাড়ি বাইরে ছাত্রদের ভিড়ে বোধহয় সিদুঁরে মেঘ দেখছেন ইউনুস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য