Tuesday, February 11, 2025
বাড়িজাতীয়অহিন্দু ১৮ জন কর্মচারীকে সরিয়ে দেওয়া হল তিরুপতি মন্দির থেকে

অহিন্দু ১৮ জন কর্মচারীকে সরিয়ে দেওয়া হল তিরুপতি মন্দির থেকে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৫ ফেব্রুয়ারি : ঘোষণা করা হয়েছিল আগেই। এ বার অহিন্দু কর্মচারীদের বিরুদ্ধে পদক্ষেপ করলেন অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। ১৮ জন কর্মীকে মন্দির থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁদের অন্যত্র বদলি নিতে হবে অথবা স্বেচ্ছাবসরে যেতে হবে। তিরুপতি মন্দিরে তাঁরা আর কাজ করতে পারবেন না। ১৮ কর্মীদের কাছেই এই মর্মে নির্দেশিকা পৌঁছে গিয়েছে।

তিরুপতি মন্দির পরিচালনা করে তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)। এই পরিচালন সমিতি মন্দিরের ১৮ জন অহিন্দু কর্মচারীকে চিহ্নিত করেছেন। তাঁদের জানানো হয়েছে, আর তাঁরা মন্দিরের কাজ করতে পারবেন না বা এই মন্দিরের সঙ্গে অন্য কোনও ভাবে যুক্ত থাকতে পারবেন না। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, তিরুপতি মন্দিরের আধ্যাত্মিক পবিত্রতা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিরুপতি মন্দিরের অহিন্দু কর্মচারীরা নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। ধর্মীয় উৎসব পালন করেন। পাশাপাশি তাঁরা মন্দিরের কাজ করেন এবং টিটিডি পরিচালিত ধর্মীয় উৎসবগুলিতেও শামিল হয়ে থাকেন। এতেই আপত্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাই মন্দিরের ১৮ কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হল, জানিয়েছে টিটিডি।

দক্ষিণ ভারতের জনপ্রিয় হিন্দু মন্দির তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির। প্রতি বছর অন্ধ্রপ্রদেশের এই মন্দিরে দেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেন। এখানে ভগবান বিষ্ণুকে প্রভু বেঙ্কটেশ্বর রূপে পুজো করা হয়। কয়েক মাস আগেই তিরুপতি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তাঁরা অহিন্দু কর্মচারীদের রাখতে চান না। ধর্মীয় পবিত্রতা রক্ষার স্বার্থে মন্দিরের সমস্ত অহিন্দু কর্মচারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। টিটিডি জানিয়েছিল, ওই কর্মচারীরা অন্ধ্রপ্রদেশ সরকারি দফতরে কাজ করবেন।

তিরুপতি মন্দিরে প্রসাদ হিসাবে যে লাড্ডু দেওয়া হয়, তার প্রধান উপকরণ ঘি-তে পশুর চর্বি মেশানোর অভিযোগ ঘিরে বিস্তর বিতর্ক হয়েছিল কিছু দিন আগে। তার পর টিটিডি বোর্ড নতুন করে গঠন করা হয়। নতুন বোর্ডের প্রথম বৈঠকেই অহিন্দু কর্মচারীদের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বুধবার থেকে তা কার্যকর করা হল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য