Tuesday, June 6, 2023
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুক হামলা, আহত ১২

যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুক হামলা, আহত ১২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল।   যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার একটি শপিং মলে বন্দুক হামলার ঘটনায় ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার কলম্বিয়ানা সেন্টার মলে এ হামলা হয়। এতে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে এবং দুইজন আতঙ্কগ্রস্ত হয়ে দৌড়ে পালানো পথচারিদের পদচাপায় আহত হয়েছে। আহতদের বয়স ১৫ থেকে ৩৭ বছর।কলম্বিয়া পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেন, গুলির ঘটনাটি দৈব কোনও সহিংসতার ঘটনা বলে মনে হচ্ছে না; বরং আগে থেকেই একে অপরকে চেনে এমন একদল সশস্ত্র গ্রুপের মধ্যে ‘এক ধরনের সংঘর্ষ’ বলে মনে হচ্ছে।হলব্রুক বলেন, মলের ভেতরে তিনজনকে আগ্নেয়াস্ত্রসহ পাওয়া গেছে। তাদের মধ্যে অন্তত একজন গুলি ছুড়েছে। গুলির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করার কথা জানান তিনি।

গুলির এই ঘটনার ব্যাপারে বিস্তারিত খুঁটিনাটি এখনও স্পষ্ট জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমগুলো শপিং মলে প্রচুর পুলিশ এবং জরুরি সেবা কর্মকর্তারা উপস্থিত আছেন বলে জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য