Monday, February 17, 2025
বাড়িজাতীয়সরকারের উদাসীনতায় কোভিডে মৃত্যু হয়েছে ৪০ লক্ষ ভারতীয়ের : রাহুল গান্ধী

সরকারের উদাসীনতায় কোভিডে মৃত্যু হয়েছে ৪০ লক্ষ ভারতীয়ের : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় কোভিডে মৃত্যু হয়েছে ৪০ লক্ষ ভারতীয় নাগরিকের। কেন্দ্রের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে রাহুল গান্ধী দাবি করেছেন, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৪ লক্ষ টাকা করে দেওয়া হোক। রাহুল গান্ধী এদিন নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টের স্ক্রিনশট নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করেছেন। ওই মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে করোনায় ৪০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ওই এই প্রতিবেদনের দাবির প্রতিবাদ করেছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক। ভারতের মতে, এর পিছনে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গণনাপদ্ধতির গলদ।

রাহুল গান্ধী রবিবার টুইট করে লিখেছেন, “মোদীজি নিজেও সত্যি কথা বলেন না, কাউকে বলতেও দেন না। তিনি এখনও বলে যাচ্ছেন অক্সিজেনের অভাবে কারও।মৃত্যু হয়নি। আমি আগেও বলেছি, সরকারের উদাসীনতার কারণে ৫ লক্ষ নয় ৪০ লক্ষ মানুষের কোভিডে মৃত্যু হয়েছে ভারতে। নিজের দায়িত্ব পূরণ করুন মোদীজি, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দিন।” প্রসঙ্গত, রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫, ২১, ৭৫১ জনের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য