স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ নভেম্বর: যুক্তরাজ্যে ইংল্যান্ড এবং ওয়েলসে স্বেচ্ছায় মানুষের মৃত্যুকে বৈধতা দিতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন এমপিরা। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে ‘অ্যাসিস্টেড ডায়িং’ বিলের পক্ষে ভোট দিয়েছেন তারা।হাউজ অব কমন্সের অধিবেশনে এই বিল নিয়ে এমপি’দের ৫ ঘন্টার বিতর্ক শেষে ভোটাভুটি হয়। বিলের পক্ষে পড়ে ৩৩০ ভোট এবং বিপক্ষে পড়ে ২৭৫ ভোট।এর মধ্য দিয়ে বিতর্কিত এই বিলটি কমন্সে অনুমোদন পাওয়ার পথে প্রথম ধাপ পেরোলো। এখন আইনে পরিণত হওয়ার আগে বিলটি নিয়ে পার্লামেন্টে আরও যাচাই-বাছাই চলবে।
বিলটি আইনে পরিণত হলে ইংল্যান্ড ও ওয়েলসের মানুষেরা যারা নিরাময়যোগ্য নয় এমন অসুস্থতায় ভুগছেন, কিংবা ছয় মাস বা তারও কম সময় বাঁচবেন বলে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন- তারা চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আগেই মৃত্যুবরণ করার অধিকার পাবেন।বার্তা সংস্থা রয়টার্স জানায়, কমন্সে এই ভোটের পর বিলটি নিয়ে আরও কয়েক মাসের বিতর্ক শুরুর পট প্রস্তুত হল। বিলটি এখনও পরিবর্তন হতে পারে কিংবা ভোটে প্রত্যাখ্যাতও হতে পারে।কারণ, বিলটি নিয়ে এখনও হাউজ অব কমন্সে যেমন কাটাছেঁড়া চলবে তেমনি উচ্চকক্ষ হাউজ অব লর্ডসেও বিলটিকে আরও ধাপ পেরোতে হবে।
যুক্তরাজ্যের লেবার দলের এমপি কিম লিডবিটার বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছিলেন। বিবিসি-কে তিনি বলেন, “এই বিল অনুমোদন খুবই পুঙ্খানুপুঙ্খ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।” এ পক্রিয়ায় ছয় মাস লেগে যেতে পারে জানিয়ে তিনি বলেন, বিলটি নিয়ে জনগণের উদ্বেগ দূর করতে তিনি খোলামেলা আলোচনায় রাজি আছেন।বিলটির পক্ষে যারা তারা বলছেন, গুরুতর এবং অনিরাময়যোগ্য রোগে ভোগা মানুষদের যন্ত্রণা থেকে মুক্তি দিতে দ্রুত মৃত্যুর ব্যবস্থা করবে এই বিল।
তবে বিলের বিরোধীরা বলছেন, অনেক অসুস্থ মানুষই পরিবার এবং সমাজের জন্য নিজেকে বোঝা মনে করে নিজেদের সুস্থতার বিষয়টিকে অগ্রাধিকার না দিয়ে আগেই তাদের জীবনের ইতি চাইতে পারেন।আবার অনেকেই এমন উদ্বেগ প্রকাশ করেছেন যে, বিলটি নিয়ে ভোট হওয়ার আগে সেটি নিয়ে বিচার-বিশ্লেষণ করার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। বিলটি যুক্তরাজ্যে জাতীয়ভাবে বিতর্ক উস্কে দিয়েছে।