স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ নভেম্বর: দক্ষিণ লেবাননের ৬০টি গ্রামে বাস্তুচ্যুত বাসিন্দাদের সতর্ক করে দিয়ে তাদেরকে বাড়ি ফিরে যেতে বারণ করেছে ইসরায়েলের সেনাবাহিনী।বুধবার সকালে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনদিনের মধ্যে এ সতর্কতা জারি হল বলে জানিয়েছে বিবিসি।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি মানচিত্র প্রকাশ করেছে। সেখানে বেশ কয়েকমাইল মাইল গভীরের বিস্তীর্ণ একটি এলাকা চিহ্নিত করা হয়েছে।আইডিএফ বলেছে, ওই এলাকায় বাসিন্দারা যেন ফিরে না যায়। কেউ সেখানে গেলে বিপদে পড়বে।
লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের লড়াইয়ে বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। তাদের বেশিরভাগই দক্ষিণ লেবাননের বাসিন্দা।আবার হাজার হাজার ইসরায়েলিও ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তবে এখন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিনই ইসরায়েল ও লেবানন তা ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেছে।বৃহস্পতিবার আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কামানের গোলা ও বিমান হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর অস্ত্র কারখানার কাছে সন্দেহজনক তৎপরতা এবং একাধিক এলাকায় যানবাহনের উপস্থিতিতে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হয়েছে বলে ইসরায়েল অভিযোগ করেছে।ওদিকে লেবাননের হিজবুল্লাহর অভিযোগ, ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।যুদ্ধবিরতি চুক্তির শর্ত পালনের বিষয়টি নজরে রাখতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাতিসংঘের ইউনিফিল বাহিনীকে নিয়ে একটি ‘বহুজাতিক পর্যবেক্ষণ দল’ গঠন করা হয়েছে।