স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুন : উদয়পুরের ফোটা মাটি এলাকায় গোমতী নদীর জলে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার। জানা যায় শুক্রবার দুপুরে ব্রজলাল দাস নামে এক ব্যক্তি বড়শি দিয়ে গোমতী নদীতে মাছ ধরতে যায়। নদীর পারে বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় ব্রজলাল দাস অসাবধানতা বসত গোমতী নদীর জলে পরে যায়। এবং সে নদীর জলে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পিত্রা থানা ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় লোকজন সহ দমকল বাহিনীর কর্মীরা গোমতী নদীর জলে শুরু করে তল্লাসি।
কিন্তু শুক্রবার রাতে নদীর জলে নিখোঁজ ব্রজলাল দাসের মৃতদেহ উদ্ধার করতে ব্যর্থ হয় দমকল বাহিনীর কর্মীরা। শনিবার সকাল থেকে পুনঃরায় গোমতী নদীর জলে শুরু হয় তল্লাসি অভিযান। এইদিন তল্লাসি অভিযানে সামিল হয় জেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা দলের কর্মীরা। শেষ পর্যন্ত জেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা দলের সদস্যরা গোমতী নদীর জল থেকে ব্রজলাল দাসের নিথর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মৃতদেহ উদ্ধারের পর এলাকা জুড়ে নেমে এসেছে শোঁকের ছায়া।