Tuesday, December 3, 2024
বাড়িবিশ্ব সংবাদহোয়াইট হাউজের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট

হোয়াইট হাউজের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ নভেম্বর:   যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটকে বেছে নিয়েছেন।শনিবার বিবিসি জানায়, ট্রাম্প তার প্রচার শিবিরের মুখপাত্র ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিট হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউজের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।এক বিবৃতিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট জানিয়েছেন, লেভিট আমেরিকান জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে হোয়াইট হাউজের প্রেস অফিসেও দায়িত্ব পালন করেন লেভিট। তাই ট্রাম্পের বিশ্বাস, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারেও লেভিট তার কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন।ট্রাম্প লেভিটের প্রশংসা করে আরও বলেন, “ক্যারোলিন স্মার্ট, কঠোর পরিশ্রমী এবং তার যোগাযোগ দখ্যতা অত্যন্ত সাবলীল।”নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট তার নিজ রাজ্যের ক্যাথলিক কলেজ সেন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন।

বিবিসি লিখেছে, অধ্যয়নরত অবস্থাতেই তিনি ফক্স নিউজে এবং ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেন।লেভিট ২০১৯ সালে স্নাতক পাস করার পরপরই প্রথম ট্রাম্পের হোয়াইট হাউজের প্রেস অফিসের জন্য কাজ শুরু করেন।তিনি ২০২০ সালে পলিটিকোকে বলেছিলেন, অধ্যায়নরত অবস্থায় কাজ করার অভিজ্ঞতাই তাকে গণমাধ্যম জগতে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করেছে।তিনি হোয়াইট হাউজে প্রথমে ‘প্রেসিডেনশিয়াল রাইটার’ এবং পরবর্তীতে সহকারী প্রেস সেক্রেটারি হিসাবে কাজ করেন।লেভিট এক বিবৃতিতে বলেন, “আমি আগে প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকেনানিকে গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং প্রস্তুত করতে সহায়তা করেছি। এমনকি পক্ষপাতদুষ্ট মূলধারার মিডিয়ার বিরুদ্ধে লড়াই করেছি।”

হোয়াইট হাউজ ছাড়ার পর লেভিট রিপাবলিকান দলের জ্যেষ্ঠ কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রচার শিবিরের প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেন।এর আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন, রন জিগলার। ১৯৬৯ সালে তিনি ২৯ বছর বয়সে রিচার্ড নিক্সনের প্রশাসনে এ পদে নিযুক্ত হয়েছিলেন।এর আগে, ট্রাম্প তার প্রথম চার বছরের মেয়াদে একাধিক প্রেস প্রেস সেক্রেটারি নিয়োগ দিয়েছিলেন। তারা হলেন শন স্পাইসার, সারাহ হাকাবি স্যান্ডার্স, স্টেফানি গ্রিশাম ও কায়লেগ ম্যাকেনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য