Tuesday, December 3, 2024
বাড়িবিশ্ব সংবাদবন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করতে কাজ করবেন ট্রাম্প ও ইশিবা

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করতে কাজ করবেন ট্রাম্প ও ইশিবা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ নভেম্বর:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। আজ বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের ফোনালাপে শুভেচ্ছা জানান তিনি।ইশিবা আশা প্রকাশ করেছেন, জানুয়ারি মাসে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর জাপান ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে দুই নেতা কাজ করে যাবেন।

পাঁচ মিনিট স্থায়ী হওয়া টেলিফোন আলাপের শুরুতে ইশিবা শিগেরু প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান। দুই নেতাই নিশ্চিত করেছেন, জাপান-যুক্তরাষ্ট্র মৈত্রীকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে তাঁরা আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করা অব্যাহত রাখবেন।যত দ্রুত সম্ভব দুজনের জন্য সুবিধাজনক বিবেচিত এক সময়ে সরাসরি আলোচনায় বসারও আশাবাদ ব্যক্ত করেছেন দুই নেতা।

এর আগে গতকাল বুধবার বিকেলে ট্রাম্পকে এক অভিনন্দন বার্তা পাঠান ইশিবা। সেখানে তিনি উল্লেখ করেছেন, তাঁর প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সম্পর্ককে সবচেয়ে অগ্রাধিকারের বিষয় হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সেই সম্পর্ককে আরও গভীর করে নিতে এবং অবাধ ও মুক্ত একটি ভারত-প্রশান্ত মহাসাগরের ধারণা বাস্তবায়নে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা অব্যাহত রাখবেন তিনি।একই দিনে ট্রাম্পের রানিংমেট জে ডি ভ্যান্সকে শুভেচ্ছা বার্তা পাঠান জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া তাকেশি।শুভেচ্ছা বার্তায় তাকেশি বলেন, তিনি মনে করেন জাপানের কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত জাপান-মার্কিন সম্পর্ককে ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির অবিচল ভিত্তি গণ্য করার বিষয়টি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য