Thursday, December 26, 2024
বাড়িবিশ্ব সংবাদভয়াবহ বিমান দুর্ঘটনা কাজাখস্তানে।

ভয়াবহ বিমান দুর্ঘটনা কাজাখস্তানে।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ ডিসেম্বরঃ ভয়াবহ বিমান দুর্ঘটনা কাজাখস্তানে। বুধবার আক্তৌ বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। এই বিমানে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারী দল।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমানটি বুধবার সকালে যাত্রীদের নিয়ে আজারবাইজান থেকে বিমানটি রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। তবে মাঝপথে বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। অনুমতি মেলার পর আক্তৌ বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিমানটি অত্যন্ত দ্রুত গতিতে আছড়ে পড়ে রানওয়েতে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানটিতে।


বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। কিছু সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, বিমানে ১০৫ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বাই ছিলেন। যদিও কাজাখস্তানের পরিবহন বিভাগের তরফে এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে ৫৯ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ১৬ জন রাশিয়ার ও ৬ জন কাজাখস্তানের। বিমানে অনেক যাত্রী জীবিত রয়েছেন বলে জানা যাচ্ছে। ফলে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।


দুর্ঘটনার আরও এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে। দ্বিখণ্ডিত বিমানটির সামনের দিকের অংশ কিছুটা দূরে আগুনে জ্বলছে। পিছনের অংশে তখনও বেশ কয়েকজন আহত যাত্রীকে বের করে আনছেন উদ্ধারকারীরা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বহু যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য