Tuesday, December 3, 2024
বাড়িবিশ্ব সংবাদবোমা মারার হুমকি দিয়ে গ্রেপ্তার জর্জিয়ার এক নির্বাচনকর্মী

বোমা মারার হুমকি দিয়ে গ্রেপ্তার জর্জিয়ার এক নির্বাচনকর্মী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ নভেম্বর: নির্বাচনকর্মীদের ওপর বোমা হামলার হুমকি দিয়েছেন—এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একজন নির্বাচনকর্মী গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জর্জিয়ায় আগাম ভোটের সময় একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন।নির্বাচনে সহায়তাকারী ওই কর্মীর (পোল ওয়ার্কার) বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচন কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠিয়ে নির্বাচনকর্মীদের ওপর বোমা হামলার হুমকি দিয়েছেন।

চিঠিটি তিনি এমনভাবে লিখেছেন, মনে হচ্ছে সেটি কোনো ভোটার পাঠিয়েছেন।মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তির নাম নিকোলাস উইমবিশ। বয়স ২৫ বছর। তিনি গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টি ইলেকশন অফিসে একজন নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেদিন একজন ভোটারের সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল।উইমবিশ পরদিন কাউন্টির প্রধান নির্বাচনী কর্মকর্তাকে (ইলেকশন সুপারিনটেনডেন্ট) একটি চিঠি পাঠান। প্রসিকিউটররা বলেন, সেটি এমনভাবে লেখা হয়েছে যেন চিঠিটি ওই ভোটারের কাছ থেকেই এসেছে।

চিঠিতে অভিযোগ তোলা হয়, উইমবিশ একজন ‘উদারনৈতিক গুপ্ত ভোট প্রতারক’। যিনি লাইনে থাকা ভোটারদের ভোট দেওয়া নিয়ে বিভ্রান্ত করেছিলেন। অভিযোগপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।কর্তৃপক্ষ জানায়, চিঠির শেষে একজন ‘জোন্স কাউন্টি ভোটার’ সই করা। চিঠিতে আরও বলা হয়েছে, উইমবিশ এবং অন্যদের ‘উচিত নিজেদের পেছনে কী হচ্ছে সেদিকে খেয়াল রাখা’। এবং সতর্ক করে দিয়ে বলেছে, ‘আমাদের নির্বাচন চুরি নিয়ে লোকজন চরম শিক্ষা পাবে!’

চিঠির শেষে হাতে লেখা একটি নোট ছিল বলেও জানান প্রসিকিউটরা। সেখানে লেখা ছিল, ‘আগাম ভোটের জায়গায় বোমা, চুরুট জ্বলছে, নিরাপদ থাকুন।’উইমবিশের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেওয়া, বোমা হামলা নিয়ে ভুয়া তথ্য দেওয়া এবং এফবিআইকে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।নির্বাচনে দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের মধ্যে জর্জিয়া একটি। মঙ্গলবার ভোটের দিন এবং তার পরে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ থেকে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য