স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : জিরানিয়া স্থিত ইনস্টিটিউট অব ডাইভিং ট্রেনিং এন্ড রিসার্চে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারীদের ড্রাইভিং -এর প্রশিক্ষণ সম্পর্কে গুরুত্ব দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সফলতার সাথে উত্তীর্ণ মহিলাদের হাতে এদিন শংসাপত্র তুলে দেন রাজ্যপাল। রাজ্যপাল অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, ডাইভিং হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ বিদ্যা।
এই বিদ্যার সম্পর্কে মহিলাদের আরো বেশি অগ্রসর হতে হবে। কারণ ড্রাইভিং এর মাধ্যমে মহিলারা যেকোনো সময় কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারবে। পাশাপাশি বিভিন্ন ধরনের সমস্যায় পড়লে মহিলারা যদি ড্রাইভিং জানে তাহলে বহু সমস্যা সমাধান করা তাদের পক্ষে সম্ভব হবে। তার জন্য মহিলাদের বিভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার আহবান জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যারা চতুর্থ শ্রেণীর কর্মী রয়েছেন, তাদের ড্রাইভিং প্রশিক্ষণ দিলে সরকারি কাজকর্মের অগ্রগতি হবে। একই সাথে রাজ্য পুলিশের হোম গার্ড মহিলাদের ড্রাইভিং সম্পর্কে প্রশিক্ষণ দিতে আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্যপাল আরো বলেন, যেসব মহিলারা ড্রাইভিং সম্পর্কে অবগত হয়েছে তারা আগামী দিন গর্ব করতে পারবে। যেকোনো জায়গায় গিয়ে তারা আলাদাভাবে সম্মান পাবে। তবে ড্রাইভিং করার সময় তাদের অবশ্যই ট্রফিক আইন সম্পর্কে অবগত থাকতে হবে। পাশাপাশি ড্রাইভিং শেখার পর ছেলেমেয়েদের আরো কিভাবে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যায় তার জন্য সরলীকরণ করতে দাবি করেন রাজ্যপাল।
মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন ডাবল ইঞ্জিন সরকার মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে যে দাবি মানুষের কাছে করে, তারই নিদর্শন আজকে মহিলাদের ড্রাইভিং প্রশিক্ষণের পর শংসাপত্র তুলে দেওয়া। মন্ত্রী বিরোধীদের সমালোচনা করে বলেন বিগত দিনে যারাই সরকারি ছিল তারা মহিলাদের স্বশক্তিকরণের কথা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে বলেছেন, কিন্তু বাস্তবে এর কোন রূপরেখা তৈরি করতে পারেনি তারা। কিন্তু দিল্লিতে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মহিলাদের জন্য ৩৩ শতাংশ ক্ষেত্রে সংরক্ষণ চালু করা হয়েছে। একই সাথে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে চলেছে সরকার। কারণ মহিলাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। আগামী দিন যখন রাজ্য সরকারের কোন দপ্তরে ড্রাইভার পদে শূন্যপদ পূরণ করবে তখন ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। আরো বলেন আগে মহিলারা পুরুষদের উপর নির্ভরশীল ছিল। বর্তমানে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আইনে বিভাগ থেকে শুরু করে এখন ড্রাইভিং এর ক্ষেত্রে অংশ নেবে মহিলারা। অনুষ্ঠানের শেষে রাজ্যপাল এবং মন্ত্রী দুজনে ড্রাইভিং শংসাপত্র মহিলাদের হাতে তুলে দেন। এবং তাদের অভিনন্দন জানান।