Thursday, March 20, 2025
বাড়িবিশ্ব সংবাদট্রাম্পের চেয়ে কমলার প্রতি ধনকুবেরদের সমর্থন বেশি

ট্রাম্পের চেয়ে কমলার প্রতি ধনকুবেরদের সমর্থন বেশি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ অক্টোবর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইতিমধ্যে অন্তত ১০০ জন ধনকুবের সমর্থন জানিয়েছেন। তাঁদের কেউ কমলাকে সমর্থন দিয়েছেন, আবার কেউ ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। তবে এখন পর্যন্ত ধনকুবেরদের সমর্থনের দিক থেকে কমলার ঝুলিটাই বেশি ভারী।শীর্ষ ধনী ইলন মাস্কের সমর্থন পেয়েছেন ট্রাম্প। তবে ধনকুবেরদের সবাই যে প্রার্থীদের সমর্থন দিতে উঠেপড়ে লেগেছেন, তা নয়; ওয়ারেন বাফেট ও মার্ক জাকারবার্গের মতো অন্যতম শীর্ষ ধনীদের কেউ কেউ এ ক্ষেত্রে নিজেদের দূরে রাখছেন।

ফোর্বসের তালিকা অনুসারে ৭৬ জন ধনকুবের কমলা হ্যারিসকে সমর্থন দিচ্ছেন। আর ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৪৯ ধনকুবেরের।আরও অনেক ধনকুবের হয়তো কোনো না কোনো প্রার্থীকে অনুদান দিয়েছেন বা দেবেন। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁদের অনুদানের কথা জানা যাবে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হবে নির্বাচনেরও পরে, ডিসেম্বর মাসে।কমলার প্রতি ধনকুবেরদের সমর্থন বেশি হওয়ার বিষয়টি অনেকের কাছে বেখাপ্পা বলে মনে হতে পারে। কারণ, ধনকুবেরদের সুবিধাজনক নীতিমালার পক্ষে ট্রাম্প যেসব প্রচার চালিয়ে থাকেন, তা নিয়ে প্রায়ই সমালোচনা করেন তিনি। তবে কমলাকে সমর্থন দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ধনকুবেররা।

গত মাসে কমলা হ্যারিসকে সমর্থন জানানো ১২ জনের বেশি ধনকুবের স্বাক্ষরিত একটি চিঠি প্রকাশিত হয়। চিঠিতে বলা হয়েছে, ওই ধনকুবেররা বিশ্বাস করেন যে কমলা আইনের শাসন, স্থিতিশীলতা ও ব্যবসায়িক পরিবেশবান্ধব নীতিমালাগুলোকে এগিয়ে নেবেন।কমলাকে সমর্থন দেওয়া ৭৬ জন ধনকুবেরের মধ্যে ২৮ জন গত আগস্ট মাসে কমলার প্রচার-প্রচারণার কাজে নিযুক্ত সংগঠনগুলোকে অন্তত ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছেন। আর আগস্ট মাসে ট্রাম্পের প্রচার শিবিরকে ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছেন অন্তত ২৮ জন ধনকুবের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য