Sunday, October 6, 2024
বাড়িবিশ্ব সংবাদমধ্যপ্রাচ্যে কোনও জায়গা ইসরায়েলের নাগালের বাইরে নয়: ইরানকে নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে কোনও জায়গা ইসরায়েলের নাগালের বাইরে নয়: ইরানকে নেতানিয়াহু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ অক্টোবর: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে এমন কোনও স্থান নেই যা ইসরায়েলের নাগালের বাইরে।ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসারাল্লাহকে হত্যা করার দুইদিন পর সোমবার নেতানিয়াহু এই হুঁশিয়ারি দিলেন।নেতানিয়াহু তার কার্যালয় থেকে প্রকাশিত ৩ মিনিটের একটি ভিডিও বার্তায় ইংরেজিতে বক্তব্য রাখেন এবং ইরানের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বলে উল্লেখ করেন।তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে এমন কোনও স্থান নেই যেখানে ইসরায়েল পৌঁছতে পারে না। আমাদের দেশ ও জনগণকে রক্ষার জন্য এমন কোনও জায়গা নেই যেখানে আমরা যাব না।”

গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর কমান্ড সদরদপ্তরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর নেতা নাসরাল্লহকে লক্ষ্যস্থলে পরিণত করতে এসব হামলা চালানো হয়। সেই হামলায় নাসরাল্লাহ নিহত হন।নাসরাল্লাহর ওপর আঘাত হানতে ইসরায়েল দক্ষিণ বৈরুতের একটি আবাসিক ভবনের নিচে ভূগর্ভস্থ সদরদপ্তরে বোমা হামলা চালিয়েছিল।লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ছিলেন মধ্যপ্রাচ্যে অন্যতম পরিচিত এক মুখ এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। তার মৃত্যু কেবল হিজবুল্লাহই নয়, ইরানের জন্যও বড় ধাক্কা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য