স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ। নেদারল্যান্ডসের কাছে অস্ত্র এবং দেশ পুনর্গঠনে সহায়তা চাওয়ার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বৃহস্পতিবার নেদারল্যান্ডসের পার্লামেন্টের নিম্নকক্ষে ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দেন জেলেনস্কি। এই প্রথম অন্য কোনও দেশের রাষ্ট্রপ্রধান নেদারল্যান্ডসের প্রতিনিধি পরিষদে ভাষণ দিলেন।
ভিডিও লিংকের মাধ্যমে এই ভাষণে জেলেনস্কি বলেন, ‘‘রাশিয়ার উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। যেন তারা এই যুদ্ধ ইউরোপের অন্যান্য দেশেও টেনে নিয়ে যাওয়ার সুযোগ না পায়।“রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন। রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ করার জন্য প্রস্তুত হন। যেন আপনাকে যুদ্ধের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার দিতে না হয়।”নেদারল্যান্ডসের প্রায় ২০ শতাংশ প্রাকৃতিক গ্যাসের যোগান আসে রাশিয়া থেকে। গত কয়েক বছরে রাশিয়া দেশটির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার হয়ে উঠেছে।ইউরোপের দেশগুলোতে জ্বালানির বড় যোগান দাতা রাশিয়া। ইউক্রেইন যুদ্ধের জেরে রাশিয়ার জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞার কারণে ইউরোপের দেশগুলোকে এখন জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হচ্ছে।
কিন্তু তাৎক্ষণিকভাবে বিকল্প উৎস পাওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্ববাজারেও জ্বলানির সরবরাহ সীমিত।নেদারল্যান্ডস এখন পর্যন্ত ইউক্রেইনে ট্যাংক বিধ্বংসী রকেট, প্যাট্রিয়ট আকাশ সুরক্ষা ব্যবস্থাসহ বেশ কিছু অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। এছাড়া, দেশটি নেটো জোটের পূর্ব অংশে সেনার সংখ্যা বাড়ানোর বিষয়েও সহায়তা করছে।নেদারল্যান্ডসে অবস্থিত যুদ্ধাপরাধ আদালতের কথা উল্লেখ করে জেলনস্কি ন্যায়বিচারের দাবিও জানান।তিনি বলেন, ‘‘যারা ইউক্রেইনে বোমাবর্ষণ ও গোলা হামলার নির্দেশ দিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। হেগে (এই নগরীতেই যুদ্ধাপরাধ আদালত অবস্থিত) জনগণ সেটা জানে।”