Sunday, February 9, 2025
বাড়িবিশ্ব সংবাদইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা সৌদি জোটের

ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা সৌদি জোটের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ। রোজার মাসে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণায় জাতিসংঘ আহ্বান জানানোর পর সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িক সময়ের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।বুধবার থেকেই এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।

২০১৫ সাল থেকে যুদ্ধে জড়িয়ে পড়া ইরান সমর্থিত হুতি ও সৌদি জোটের মধ্যে শান্তি চুক্তি ও হতদরিদ্র ইয়েমেনকে ভয়াবহ মানবিক বিপর্যয় থেকে তুলে আনতে জাতিসংঘ অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে।

৭ বছরের এই যুদ্ধ এরই মধ্যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; কোটি মানুষকে ঠেলে দিয়েছে অনাহারের দিকে।

রোজার মাসে হুতি নিয়ন্ত্রিত সমুদ্র বন্দরে তেলবাহী জাহাজ নোঙর করাতে ও বিমানবন্দরে কিছু বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার লক্ষ্যেই জাতিসংঘ এবার রোজার মাসে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছিল বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে।

এর আগে শনিবার হুতিরা ইয়েমেনের বাইরে হামলা ও ইয়েমেনের ভেতর স্থল অভিযান পরিচালনা তিনদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।সাম্প্রতিক মাসগুলোতে ইরান সমর্থিত এ গোষ্ঠীকে সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনায় লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে দেখা যাচ্ছে।তাদের হামলার প্রতিক্রিয়ায় রোববার সৌদি জোট হোদেইদাহ ও সানায় বিমান হামলা চালালে ৫ নারী ও দুই শিশুসহ ৮ জন নিহত হয়।

 

 

 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য