Wednesday, May 21, 2025
বাড়িবিশ্ব সংবাদথাইল্যান্ডের ফুকেটে ভূমিধসে নিহত ১৩

থাইল্যান্ডের ফুকেটে ভূমিধসে নিহত ১৩

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ আগস্ট: থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে ভূমিধসে এক রুশ দম্পতিসহ ১৩ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।ফুকেটের গভর্নর সোফন সুভন্নারাত জানান, ভারি বৃষ্টিপাতের কারণে রোববার ফুকেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘বিগ’ বুদ্ধের কাছে ভয়াবহ এই ভূমিধস হয়।ভূমিধসের পর অনেকে নিখোঁজ ছিলেন। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করার পর ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়।

এদের মধ্যে রাশিয়ার ওই নাগরিকদের পাশাপাশি মিয়ানমারের নয়জন অভিবাসী শ্রমিক ও থাইল্যান্ডের দুই নাগরিক রয়েছেন বলে সোফন জানান।রয়টার্স জানায়, ব্যাপক এই ভূমিধসে আরও প্রায় ২০ জন আহত ও ২০৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।নিখোঁজদের উদ্ধারের পর আবর্জনা পরিষ্কারে বড় ধরনের অভিযান শুরু করা হয়েছে। রাশিয়া ও মিয়ানমারের দূতাবাস এবং নিহত থাইদের স্বজনদের সঙ্গে কর্তৃপক্ষ যোগাযোগ করছে বলে জানিয়েছেন গভর্নর সোফন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!