Thursday, June 19, 2025
বাড়িরাজ্যবিকশিত ত্রিপুরায় বিধায়কদের হোস্টেলে মাথার উপর জল পড়ছে, অভিযোগ করলেন এক বিধায়ক

বিকশিত ত্রিপুরায় বিধায়কদের হোস্টেলে মাথার উপর জল পড়ছে, অভিযোগ করলেন এক বিধায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মে : তথাকথিত বিকশিত ত্রিপুরায় বিধায়কদের মাথার উপর জল পড়ছে। এই দৃশ্য মঙ্গলবার লক্ষ্য করা গেল রাজধানীর বিধায়ক হোস্টেলে। মাত্র দু বছরের মাথায় এমন করুণ দশা বিধায়ক হোস্টেলের সেটা ভাবতেও পারে না অনেকে। মঙ্গলবার এ বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন বিধায়ক প্রমোথ রিয়াং।

 তিনি অভিযোগ তুলে বলেন, ২০২৩ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নবনির্মিত বিধায়ক হোস্টেল পেয়েছিলেন বর্তমান বিধায়করা। এই হোস্টেলে আসার সময় প্রত্যেক বিধায়ক লক্ষ্য করেছিলেন বেশ চাকচিক্য বিধায়ক হোস্টেল নির্মাণ করেছে সরকার। কিন্তু অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এই হোস্টেলে। যা দিন দিন নজরে উঠে আসছে। মঙ্গলবার সকাল বেলা ঘুম থেকে উঠে দেখেন ছাদে ফাটল, সেই ছাদ চুইয়ে জল পড়ছে ঘরের মধ্যে।

সাথে সাথে হোস্টেল কেয়ার টেকারকে ডেকে আনা হয়। কেয়ার টেকার বলেন, হোস্টেলের এমন বহু কক্ষ রয়েছে যেখানে এভাবে ফাটল ধরে জল চুইয়ে পড়ছে। বিধায়ক জানান ওনার কক্ষের একটি দরজা অত্যন্ত খারাপ হয়ে আছে। যা সংস্কার করার প্রয়োজন রয়েছে। বিধায়ক প্রশ্ন তোলেন দুই বছরের মধ্যে যদি বিধায়ক হোস্টেলের এমন অবস্থা হয় তাহলে কয়েক বছরের মধ্যে এই হোস্টেলে অবস্থা কতটা অবনতি হবে? অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন ঠিকাদার। সে ঠিকাদারকে জরিমানা করা যায় কিনা সেটা দেখার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এখন দেখার বিষয় এই নিম্নমানের কাজের খেসারত কতদূর পর্যন্ত দিতে হয় বিধায়কদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য