Thursday, November 13, 2025
বাড়িবিশ্ব সংবাদবালোচিস্তানে আবার হিংসা।

বালোচিস্তানে আবার হিংসা।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ মে : জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার পরে আবার পাক সেনার ‘নজর’ বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায়। সোমবার থেকে ওই দুই প্রদেশে অভিযানে অন্তত ১২ জন বিদ্রোহী নিহত হয়েছেন বলে পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি জানিয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল চৌধরির দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ডেরায় অভিযান হয়েছে। সেনার বিবৃতিতে নিহত বিদ্রোহীদের ‘ভারতের মদতপুষ্ট’ বলে দাবি করা হয়েছে। খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে টিটিপি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দুই পাক সেনার মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন আইএসপিআর প্রধান।

সোমবার রাতে প্রথম সংঘর্ষটি হয় বালোচিস্তানের লাক্কি মারওয়াত জেলায়। সেখানে সেনা এবং আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের যৌথ অভিযানে সাত জন বিএলএ বিদ্রোহী নিহত হন। দ্বিতীয় সংঘর্ষটি হয় বালোচিস্তানেরই বান্নু জেলায়। সেখানে নিহত হন দুই বিএলএ যোদ্ধা। অন্য দিকে, উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় নিরাপত্তাবাহিনীর একটি কনভয়ে টিটিপি হামলা চালালে পাল্টা গুলিতে দুই জঙ্গি নিহত হন। সেখানে মৃত্যু হয় দুই সেনারও। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে পাক সেনা এবং ‘কাউন্টার টেররিজ়ম ডিপার্টমেন্ট’ (সিটিডি)-এর যৌথবাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য