স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ আগস্ট: ফিলিস্তিনি ছিটমহল গাজার বেশ কয়েকটি এলাকায় রোববার ইসরায়েলি হামলায় এক নারী ও তার ছয় সন্তানসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।গাজার আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, গাজার দেইর আল-বালাহ শহরে ইসরায়েলের হামলায় এক নারী তার ছয় সন্তানসহ নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।তারা আরও জানান, গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের আরেকটি হামলায় আরও চারজন নিহত ও অনেকে আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা ভূখণ্ডের পূর্ব দিকে অবস্থান নিয়ে থাকা ইসরায়েলি কামানগুলো থেকে পূর্বাঞ্চলীয় মাঘাজি ও বুরেইজ শিবিরে এবং গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে ব্যাপক গোলাবর্ষণ করা হচ্ছে।এর পাশাপাশি গাজা সিটির সাবরা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে চালানো হামলায় এক নারী নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন।
গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, গাজার খান ইউনিস শহরের পূর্বাংশে ইসরায়েলি ড্রোন এক বাড়ি লক্ষ্য করে হামলা চালালে এক নারীসহ চার ফিলিস্তিনি নিহত হন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিস ও রাফার পশ্চিমাংশের সৌদি আবাসিক এলাকায় কয়েক ডজন আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে।ফিলিস্তিনি দমকল বাহিনীর কয়েকটি দল জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের কয়েকটি বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালানোর পর তারা সেখান থেকে চারজনের মৃতদেহ ও বেশ কয়েকজন আহতকে উদ্ধার করেছে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর এর প্রতিশোধ নিতে হামাস শাসিত গাজায় ১০ মাসেরও বেশি সময় ধরে নৃশংস আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েল। আন্তর্জাতিক নিন্দা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিকে অগ্রাহ্য করে গাজায় হামলা অব্যাহত রেখেছে তেল আবিব।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৪০১০০ জনে দাঁড়িয়েছে আর আহত হয়েছে ৯২ হাজার ৫০০ জনেরও বেশি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা ভূখণ্ডের বিশাল অংশ ধ্বংস্তূপে পরিণত হয়েছে। চারদিক থেকে অবরুদ্ধ গাজায় খাবার, পরিষ্কার পানি ও ওষুধের তীব্র সংকট চলছে।