Tuesday, October 8, 2024
বাড়িবিশ্ব সংবাদতপ্ত ইউরোপে এক বছরে ‘৪৭ হাজার’ মৃত্যু

তপ্ত ইউরোপে এক বছরে ‘৪৭ হাজার’ মৃত্যু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ আগস্ট: ইউরোপে গত বছর অতিরিক্ত তাপমাত্রার কারণে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) এর প্রতিবেদনটিতে বলা হয়েছে, গড়ের চেয়ে বেশি তাপমাত্রার কারণে ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশগুলিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।বিশ্বের নথিবদ্ধ ইতিহাসে ২০২৩ সাল ছিল সবচেয়ে উষ্ণ বছর। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে।এর মধ্যে ইউরোপ সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে; আর তীব্র তাপের কারণে মহাদেশটির বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকিও ক্রমাগত বাড়ছে।

২০২৩ এ বাড়তি তাপের কারণে ইউরোপে মৃত্যুর সংখ্যা এর আগের বছরের হিসাবকৃত সংখ্যার চেয়ে কম। ২০২২ সালে অতিরিক্ত গরমে মহাদেশটিতে ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।রয়টার্স জানিয়েছে, স্পেনের ওই প্রতিষ্ঠানটির গবেষকরা ইউরোপের ৩৫টি দেশের তাপমাত্রার রেকর্ড ও মৃত্যুর রেকর্ড ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তাদের হিসাবে বের হয়ে এসেছে, উচ্চ তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কারণে ৪৭ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে।জনসংখ্যা অনুযায়ী তাপজনিত কারণে গ্রিস, বুলগেরিয়া, ইতালি ও স্পেনে মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য