স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুলাই : আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় একটি ঘুর্নাবত্ত অক্ষরেখা তৈরি হয়েছে। যা আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চল সহ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে।
মৌসুমী অক্ষরেখা বাঠিন্ডা, রোহতক, কানপুর, ডালটনগঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চল কেন্দ্র বরাবর দক্ষিণ পূর্বে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে উত্তর পূর্ব আরব সাগরে আরো একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখার সৃষ্টি হয়েছে। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন নিম্নচাপ অঞ্চল সহ দক্ষিণ গুজরাটের কিছু অংশ, উত্তর মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, দক্ষিণ ছত্রিশগড় দক্ষিণ উড়িষ্যার মধ্যে ৪.৫ কিলোমিটার এবং ৭.৬ কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পর্যন্ত বিস্তৃত। যার জের ধরে বলতে গেলে প্রায় গোটা দেশে মৌসুমী বায়ু সক্রিয়।
আগামী দুদিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে লাল সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত এবং কিছু কিছু জায়গায় ২১ সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোমতী, সিপাহীজলা এবং পশ্চিম জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সর্তকতা জারি করা হয়েছে। সেই সঙ্গে নয় ও দশ জুলাই রাজ্যের অবশিষ্ট জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে হলুদ সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। সোমবার রাত থেকেই অবিরাম বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার প্রায় বন্যার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বিলোনিয়া শহরের বিভিন্ন স্থানে জল জমে গেছে। মুহুরি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।