Saturday, August 2, 2025
বাড়িরাজ্যধর্মঘটের বাইরে খারচি : মানিক

ধর্মঘটের বাইরে খারচি : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুলাই : গত ৩ জুলাই থেকে রাজ্যে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা প্রদর্শনী। প্রতিবছরের মতো এবছরের পুরাতন আগরতলা স্থিত চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে সাত দিনব্যাপী চলছে ঐতিহ্যবাহী জাতি জনজাতের এই প্রধান উৎসব। ৯ জুলাই বুধবার সার্বজনীন খারচি পূজা ও মেলার সমাপ্তি দিন। গোটা রাজ্যের মানুষ সমবেত হবে এদিন।

কিন্তু এদিন দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে দেশের ১০ টি ট্রেড ইউনিয়ন। মোট ১৭ দফা দাবিতে এই ধর্মঘট সমর্থন করতে আহ্বান জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এবং বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠন। কৃষক শ্রমিক স্বার্থে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই ধর্মঘট। এ ধর্মঘটের আওতার বাইরে থাকবে ত্রিপুরার ঐতিহ্যবাহী খারচি পূজা।

মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি জানান দেশব্যাপী এই ধর্মঘট হলেও ধর্মঘটের আওতার বাইরে থাকবে খারচি। বিশেষ করে এই দিন সার্বজনীন এই অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান। মানুষ যাতে সার্বজনীন এই উৎসবে অংশ নিতে পারে তার জন্য ধর্মঘট খারচি পূজার বাইরে থাকবে। কিন্তু এছাড়া সারা রাজ্যে ধর্মঘট পালন করার জন্য সকল অংশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন বর্তমানে যে পরিস্থিতিতে দেশ এগোচ্ছে তাতে অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে মানুষ না বাঁচলে দেশ বাঁচবে না, আর দেশ না থাকলে মানুষ বাঁচবে না। তাই ধর্মঘটকে সমর্থন করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সিআইটিও রাজ্য সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!