Wednesday, July 23, 2025
বাড়িবিশ্ব সংবাদ‘বড় ধরনের’ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

‘বড় ধরনের’ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ আগস্ট: ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইয়োভ গ্যালান্ত রোববার এক ফোনকলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে বলেছেন যে, ইরান ইসরায়েলে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে।মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস এর প্রতিবেদক বারাক রাভিদ ওই কল সম্পর্কে জানেন এমন এক সূত্রের উদ্ধৃতি দিয়ে এক্সে একথা জানিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রণালয়ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে গতরাতে ওই ফোনালাপ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে। এতে বলা হয়, গ্যালান্ত ও অস্টিন ইরানের হামলার হুমকির মুখে ইসরায়েলি সেনাবাহিনীর প্রস্তুতি এবং আভিযানিক ও কৌশলগত সমন্বয়ের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরায়েলের সুরক্ষায় এরই মধ্যে সেখানে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন জানিয়েছেন, একটি বিমানবাহী রণতরীও ওই অঞ্চলের দিকে যাত্রা করেছে এবং দ্রুতই সেটি গন্তব্যে পৌঁছে যাবে।

সম্প্রতি তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কমান্ডার শুকরি হত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চলজুড়ে ব্যাপক পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকে দায়ী করে এর কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!