Monday, September 16, 2024
বাড়িজাতীয়চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট দেশের ভিভিআইপিদের টার্গেট করার পরিকল্পনা করছে জঙ্গিরা।

চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট দেশের ভিভিআইপিদের টার্গেট করার পরিকল্পনা করছে জঙ্গিরা।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ আগস্ট :  গত কয়েকমাস ধরে একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা। তবে শুধু জম্মু ও কাশ্মীর নয়, স্বাধীনতা দিবসকে নজরে রেখে দেশের একাধিক জায়গায় আত্মঘাতী জঙ্গি হামলার ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে, ১৫ আগস্টকে নজরে রেখে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দেশের ভিভিআইপিদের টার্গেট করার পরিকল্পনা করছে জঙ্গিরা।

গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, ভারতে হামলা চালাতে একাধিক জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। হামলার জন্য বিপুল আর্থিক সাহায্য করা হয়েছে লস্কর ই তৈবা, টিআরএফ ও জইশ ই মহম্মদকে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, ডোডা, উধমপুর, পুঞ্চ ও রাজৌরিরে যে হামলা হয়েছে তাতে সতর্ক হয়ে উঠেছে দেশের নিরাপত্তা বিভাগ। গোয়েন্দাদের দাবি, এই মুহূর্তে একাধিক সশস্ত্র জঙ্গি ভারতে গা ঢাকা দিয়ে রয়েছে। ভিভিআইপিরাই মূলত তাদের টার্গেট। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এহেন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসায় দেশজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

রিপোর্টে দাবি করা হয়েছে, ভিভিআইপিদের পাশাপাশি ভিড় রয়েছে এমন জায়গাই মূলত টার্গেট জঙ্গিদের। পাশাপাশি হামলার জন্য জইশ ও লস্করের সর্বদা প্রধান লক্ষ্য হয় রাজধানী দিল্লি। এখানেই স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী-সহ দেশের অন্যান্য ভিভিআইপিরা দীর্ঘক্ষণ খোলা আকাশের নিচে থাকেন। ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লিকে। পাশাপাশি ওই বিশেষ দিনে উপত্যকাতেও হামলা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, ড্রোনের মাধ্যমে পুঞ্চ ও জম্মুতে বিপুল পরিমাণ হাতিয়ার পাঠিয়েছে আইএসআই। পাশাপাশি বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে টাকা ও মারণাস্ত্র পাঠানো হয়েছে।

শুধু তাই নয় গোয়েন্দাদের দাবি, পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনের পাশাপাশি দেশের অন্দরে থাকা সরকার বিরোধী উগ্রপন্থী সংগঠনও হামলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই তালিকায় রয়েছে উগ্রপন্থী খালিস্তান ও উত্তর-পূর্বের একাধিক সন্ত্রাসবাদী সংগঠন। ফলে পরিস্থিতি সামাল দিতে দিল্লি সীমান্ত ও বিমানবন্দরে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য