Saturday, April 26, 2025
বাড়িবিশ্ব সংবাদগাজার ‘সেফ জোনে’ বোমাবর্ষণ ইজরায়েল সেনার, নিহত প্রায় ৯২ জন

গাজার ‘সেফ জোনে’ বোমাবর্ষণ ইজরায়েল সেনার, নিহত প্রায় ৯২ জন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ জুলাই: গাজা ভূখন্ডে ইজরায়েলি হামলা নিয়ে সারা পৃথিবী জুড়ে নিন্দিত হয়েছে৷ এমনকি বন্ধু রাষ্ট্র আমেরিকাও যে রাফাতে ইজরায়েলের আক্রমণে খুব একটা যে খুশি নয়,তাও বিভিন্ন বিবৃতিতে বোঝা যাচ্ছে৷ কিন্তু ইজরায়েলের তরফ থেকে আক্রমণ থামানোর কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ তাঁর মধ্যেই ১৪ জুলাই দক্ষিণ গাজা ভূখন্ডে ইজরায়েল আবার হামলা চালায়যদিও ইজরায়েলি শীর্ষকর্তা থেকে জানানো হয়েছে, খান ইউনিস তথা মোহাম্মদ দেইফই ছিল এই হামলার মূল লক্ষ ছিল৷ মনে করা হয়, ইনিই ছিলেন ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাস হামলার অন্যতম প্রধান স্থপতি৷

হামলায় দক্ষিণ ইজরায়েলে প্রায় ১২০০ লোক নিহত হয়েছিল৷ এরপর থেকেই ইজরায়েল ও হামাসের যুদ্ধের সূত্রপাত হয়। তারপর থেকেই ইজরায়েল গাজার উপর লাগাতার হামলা চালায়৷ শিশু মৃত্যুর ঘটনা ক্রমাগত সামনে আসায় ইজরায়েলের বন্ধু দেশ আমেরিকাও নিন্দিত করেছে৷

‘সেফ জোন’ বলে চিহ্ণিত অঞ্চলেই ইজরায়েল এই হামলা করেছে৷ সেখানকার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই বোমাবর্ষণে প্রায় ৯২ জন নিহত হন৷ আহতের সংখ্যা তিনশোরও বেশি৷গাজার স্বাস্থ্যমন্ত্রনালয়ের সূ্ত্র অনুযায়ী, ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলের আক্রমণে এখনও পর্যন্ত প্রায় গাজায় ৩৮,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন৷ আহতের সংখ্যা প্রায় ৮৮,০০০ এরও বেশি৷ গাজা ভূখন্ডে প্রায় ২.৩ মিলিয়ন মানুষ বাস করতেন৷ এই আগ্রাসনের ফলে তাঁদের মধ্যে প্রায় ৮০ শতাংশেরও বেশি মানুষকে তাঁদের ঘর-বাড়ি ছেড়ে অস্থায়ী তাবুতে আশ্রয় নিতে হয়েছে৷

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য