Sunday, May 25, 2025
বাড়িবিশ্ব সংবাদকুয়েতে ভবনে আগুন লেগে ৩৫ জনের মৃত্যু

কুয়েতে ভবনে আগুন লেগে ৩৫ জনের মৃত্যু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জুন: কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আহমাদি গভর্নরেটের মানগাফ এলাকায় ভবনে আগুন লেগে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে, বুধবার জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।কুয়েতের পুলিশের কর্মকর্তা ইদ রাশিদ হামাস গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় আহত আরও ১৫ জনকে নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে, নিহতদের মধ্যে চারজনের লাশও হাসপাতালে পাঠানো হয়েছে।আরব নিউজ জানিয়েছে, হতাহতের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের কোনো ভাষ্য এখনও পাওয়া যায়নি।

আরেক কুয়েতি কর্মকর্তা জানিয়েছেন, দু’টি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর একটিতে অন্তত চারজন ও নিকটবর্তী আরেক ভবনে আরও ৩০ জনের বেশি নিহত হয়েছেন।দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪৩ জন আহত হয়েছে এবং তাদের নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে জানিয়েছে তারা।ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত চারজন ভারতীয় আছে বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!