স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ। ইউক্রেইনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর সুমাইয়ে রাশিয়ার চালানো বিমান হামলায় তিন শিশুসহ মোট ২২ জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।রাশিয়া সোমবার রাতে শহরের উত্তরপূর্ব অংশের আবাসিক এলাকায় বোমা ফেলেছে জানিয়ে সুমাইয়ের আঞ্চলিক গভর্নর দিমিত্র ঝিবিৎস্কিয়ি এ ঘটনাকে ‘গণহত্যা’ অভিহিত করেছেন।
“এক সন্ধ্যাতেই তিন বোমা। মর্মান্তিক এক রাত ছিল,” টেলিগ্রামে তিনি এমনটাই লিখেছেন বলে জানিয়েছে বিবিসি।রুশ হামলায় একটি বাড়িরই ৯ জন নিহত হয়েছে; ৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে, ২০টির মতো বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছে ইউক্রেইনের কর্তৃপক্ষ।সুমাইয়ে টানা কয়েকদিন ধরে রুশ বাহিনীর গোলাবর্ষণের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এসেছে। মঙ্গলবার শহরটি থেকে ৫ হাজার বেসামরিক লোককে সরিয়েও নেওয়া হয়েছে।বেসামরিক লোকদের সরিয়ে নিতে বুধবারও শহরটিতে ‘মানবিক করিডোর’ খোলা থাকবে বলে রাশিয়া ও ইউক্রেইন উভয় কর্তৃপক্ষের দিক থেকেই আশ্বাস মিলেছে।সোমবার রাতে ওই বোমা হামলার ঘটনা ঘটলেও ছবিসহ এর বিস্তারিত বুধবার প্রকাশিত হয়েছে।