Saturday, February 8, 2025
বাড়িবিশ্ব সংবাদইউক্রেইন যুদ্ধ: সর্বোচ্চ সংযম দেখাতে বললেন শি

ইউক্রেইন যুদ্ধ: সর্বোচ্চ সংযম দেখাতে বললেন শি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মার্চ।  ইউক্রেইনের পরিস্থিতি খুবই উদ্বেগজনক বর্ণনা করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস ‍সঙ্গে মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে শি এ আহ্বান জানান বলে জানায় বিবিসি।শি বলেন, ইউক্রেইন পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইর চলে না যায় সবার অগ্রাধিকার ভিত্তিতে সেদিকে মনযোগ দেওয়া উচিত।

তিনি বৈঠকে অংশ নেওয়া তিন দেশকে একজোট হয়ে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে শান্তি আলোচনায় সমর্থন দেয়ার কথাও বলেন।চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ কূটনীতিক সম্পর্ক রয়েছে। যে কারণে ইউক্রেইনে আগ্রাসনের পরও রাশিয়ার কোনো ধরনের নিন্দা বা সমালোচনা করেনি বেইজিং।ইউক্রেইনে ‍হামলার কারণে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে যে নিন্দা প্রস্তাব তোলা হয় তাতেও ভোট দান থেকে বিরত ছিল চীন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য