Wednesday, July 16, 2025
বাড়িরাজ্যমাদক মামলায় এবার পুলিশের জালে তেলিয়ামুড়ার এক প্রতিষ্ঠিত ব্যাবসায়ী

মাদক মামলায় এবার পুলিশের জালে তেলিয়ামুড়ার এক প্রতিষ্ঠিত ব্যাবসায়ী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মে : মাদক মামলায় এবার পুলিশের জালে তেলিয়ামুড়ার এক প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। অসম রাজ্যের বাজারি ছড়া থানার পুলিশ তেলিয়ামুড়া শান্তিনগর এলাকা থেকে রবিবার সকালে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের সম্পাদক তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রসেনজিৎ রায়কে গ্রেফতার করেছে।জানা যায়, গোটা তেলিয়ামুড়া শহরে প্রসেনজিৎ রায়ের সামান্য একজন সার ব্যাবসায়ী থেকে মাদক সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠার উপাখ্যানের চাপা গুঞ্জন চললেও, প্রমাণের অভাবে কিংবা প্রসেনজিতের অর্থ ও ক্ষমতার ভয়ে কেউই প্রকাশ্যে কিছুই বলতে সাহস পায়নি।

অবশেষে সেই মাদক সাম্রাজ্যের সম্রাট প্রসেনজিৎ এবার মাদক মামলায় আসাম পুলিশের হাতে গ্রেফতার হলো। আসামের বাজারি ছড়া থানায় দায়েরকৃত NDPS মামলা নম্বর 211/24 এর 22(c)/25/29 ধারায় প্রসেনজিৎ রায়কে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত নেশা কারবারি প্রসেনজিৎ বাবু গ্রেপ্তারের পর এবার এই সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিশ্বস্ত সূত্রে খবর, এই প্রসেনজিৎ রায় আজ থেকে কয়েক বছর পূর্বেও কৃষ্ণপুর বিধানসভা এলাকার ডি.এম কলোনী গ্রামের স্থায়ী বাসিন্দা ছিল। কিন্তু আচমকাই হঠাৎ কোটি কোটি টাকার মালিক হয়ে যায় এই প্রসেনজিৎ।

 এরপরেই তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে শান্তিনগর এলাকায় জায়গা ক্রয় করে বহুতল বিশিষ্ট রাজপ্রাসাদের মতো বাড়ি নির্মাণ করে ফেলে এই প্রসনজিৎ। তৎসঙ্গে নিজের অর্থ বলে এলাকার স্থানীয় সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের সম্পাদকের পদ হাসিল করে সামাজিকভাবেও নিজেকে শক্তিশালী করে তোলে। এখন প্রশ্ন কিভাবে প্রসেনজিৎ একজন সাধারণ সার ব্যাবসায়ী থেকে এত কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছে ? তবে সূত্রের খবর তেলিয়ামুড়া প্রসেনজিৎ বাবু উপর মহল থেকে নিচু মহল সকলকেই ম্যানেজ করে রেখেছিলেন। কিন্তু শেষ অব্দি প্রকাশ্যে আসলো ওনার কাণ্ডকারখানা। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রসেনজিৎ বাবু এখন নেশা কারবারির তাকমা লাগিয়েছেন। এমনটাই গুঞ্জন গোটা এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য