Friday, June 20, 2025
বাড়িরাজ্যযে কোন প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করে অফিসারদের উপর : মুখ্যমন্ত্রী

যে কোন প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করে অফিসারদের উপর : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মে : রবিবার আগরতলার কুঞ্জবন এলাকায় সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি এইদিন সেখানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পড়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কিছু কিছু অফিসার রয়েছেন যাদের কাজ দিলে নিশ্চিত থাকা যায়। কারন তাদের কাজ দিলে তারা সেই কাজ নিজেদের দায়িত্বে শেষ করেন।

যে কোন প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করে অফিসারদের উপর। উদ্ভাবনী চিন্তা ভাবনা নিয়ে কাজ করার জন্য অফিসারদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা রাজ্যে বর্তমানে বহিঃরাজ্যের ৫৯ জন আইএএস অফিসার রয়েছেন। এবং ৪২ জন আইপিএস অফিসার রয়েছেন। ৪০ জন আইএফএস অফিসার রয়েছেন। ৪৭০ জন টিসিএস অফিসার, ১৫২ জন টিপিএস অফিসার, এবং ৫০ জন টিএফএস অফিসার রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও জানান রাজ্যের অফিসাররা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে রাজ্যের অফিসাররা দক্ষতার পরিচয় দিয়েছেন। এই অফিসারদের কারনে ত্রিপুরা রাজ্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে এইদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, সচিব কিরণ গিত্তে, রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্য আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য