Friday, February 14, 2025
বাড়িবিশ্ব সংবাদইউক্রেইন যুদ্ধ: প্রতিবেশী পোল্যান্ডে পালিয়েছে ১২ লাখ মানুষ

ইউক্রেইন যুদ্ধ: প্রতিবেশী পোল্যান্ডে পালিয়েছে ১২ লাখ মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মার্চ।  রাশিয়ার হামলা শুরুর পর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১২ লাখ মানুষ ইউক্রে্ইন থেকে পালিয়ে প্রতিবেশী পোল্যান্ডে ঢুকেছে বলে জানিয়েছে পোলিশ সীমান্তরক্ষী সংস্থা।এর মধ্য কেবল সোমবারই এক লাখ ৪১ হাজার ৫০০ জন সীমান্ত টপকেছে বলে টুইটারে জানিয়েছে তারা।

তবে এ সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কম; রোববার এক লাখ ৪২ হাজার ৩০০ জন ইউক্রেইন থেকে পোল্যান্ডে পালায়, যা এখন পর্যন্ত একদিনের রেকর্ড বলে জানিয়েছে বিবিসি।পালিয়ে পোল্যান্ডে যাওয়াদের মধ্যে ৯০ শতাংশই ইউক্রেইনের নাগরিক, তাদের বেশিরভাগ আবার নারী ও শিশু। পোল্যান্ডে ঢোকা এ শরণার্থীদের প্রায় ৪০ শতাংশ এরই মধ্যে অন্য দেশে চলে গেছেন বলে অনুমান এক গবেষকের।পোল্যান্ডে আগে থেকেই অনেক ইউক্রেইনীয়র বাড়ি ছিল, এ সংখ্যা ১০ থেকে ২০ লাখের মতো হতে পারে। দেশ ছেড়ে পালানো অনেক ইউক্রেইনীয়ই এখন প্রতিবেশী দেশটিতে নিজেদের স্বজন ও বন্ধুদের কাছে আশ্রয় নিচ্ছেন।

হাজার হাজার পোলিশও নিজেদের বাড়িতে শরণার্থীদের জায়গা করে দিচ্ছেন, তাদের এ অতিরিক্ত খরচের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, তা নিয়ে পোল্যান্ডের পার্লামেন্টে বিতর্ক হওয়ারও কথা রয়েছেন। পার্লামেন্টে প্রস্তাবিত একটি আইনে ইউক্রেইনীয়দের পোল্যান্ডে ১৮ মাস থাকতে ও কাজ করতে এবং বিনামূল্যের স্বাস্থ্যসেবা ও শিক্ষালাভের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত দেশটি থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।বৈশ্বিক এ সংস্থাটির শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি এর আগে ইউক্রেইন থেকে বিপুল সংখ্যক লোকের অন্য দেশে চলে যাওয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে ‘সবচেয়ে দ্রুত বাড়তে থাকা শরণার্থী সংকট’ হিসেবে অভিহিত করেছিলেন।পোল্যান্ডের পাশাপাশি হাঙ্গেরি, মলদোভা, স্লোভাকিয়া ও রোমানিয়ায়ও ইউক্রেইন থেকে পালিয়ে যাওয়াদের অনেকে আশ্রয় নিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য