Friday, February 14, 2025
বাড়িবিশ্ব সংবাদযে তাড়নায় ইউক্রেইন যুদ্ধে নাম লেখাচ্ছেন বিদেশিরা

যে তাড়নায় ইউক্রেইন যুদ্ধে নাম লেখাচ্ছেন বিদেশিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মার্চ।  রুশ হামলা শুরুর পর ইউক্রেইনকে রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে বিদেশি বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি।এজন্য একটি ‘আন্তর্জাতিক বাহিনী’ প্রতিষ্ঠাও করে ইউক্রেইন; গত সপ্তাহ পর্যন্ত এতে ১৬ হাজার বিদেশি স্বেচ্ছাসেবী নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি, তবে কতজন এরই মধ্যে ইউক্রেইনে পৌঁছেছে তা বলেননি তিনি।

ইউক্রেইনে নামা বিদেশি এ ‘যোদ্ধাদের’ অনেককেই আকৃষ্ট করছে যে কারণ, তা হল- তাদের দৃষ্টিতে স্বৈরতান্ত্রিক একটি শক্তি বিনা উসকানিতে গণতান্ত্রিক একটি দেশে হামলা চালাচ্ছে, এটি থামাতে তারা এসেছে। অনেকে আবার ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন, ইউক্রেইনে এসেছেন আগের অভিজ্ঞতা ঝালাই করে নিতে, যা তাদের নিজ নিজ দেশের সরকার কাজে লাগাচ্ছে না বলেই মনে করছেন তারা।

বার্তা সংস্থা রয়টার্স এরকম ২০ বিদেশি যোদ্ধা ও এর সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে, যাদের অনেকেরই ভাষ্য, ইউক্রেইন এই বিদেশিদের পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রশস্ত্রে সজ্জিত করা ও যুদ্ধক্ষেত্রে মোতায়েনে হিমশিম খাচ্ছে।

এদের মধ্যে যাদের যুদ্ধ অভিজ্ঞতা খুব সামান্য কিংবা একেবারেই নবীস, রুশ বাহিনীর ধারাবাহিক, আতঙ্কজনক গোলাবর্ষণ চলছে এমন যুদ্ধক্ষেত্রগুলোতে তাদের মূল্য ‘নেই বললেই চলে’ বলে মনে করছেন সমর বিশ্লেষকরা।এদেরকে ‘বুলেট গ্রহীতা’ বলে অ্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ সামরিক বাহিনীর এক সাবেক কর্মকর্তা।লিভভে আগত বিদেশি স্বেচ্ছাসেবীদের দায়িত্বে থাকা ইউক্রেইনের ঊর্ধ্বতন কর্মকর্তা রোমান শেপেলায়েক জানান, তাদের বিদেশি যোদ্ধাদের অভ্যর্থনা, প্রশিক্ষণ ও যুদ্ধক্ষেত্রে মোতায়েন কার্যক্রম এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তবে সামনের দিনগুলোতে এই প্রক্রিয়া আরও মসৃণ হবে।ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।ইউক্রেইনের হয়ে যুদ্ধ করতে যাওয়া বিদেশিদের মধ্যে ব্রিটিশ সেনাবাহিনীর অভিজাত প্যারাসুট রেজিমেন্টের কয়েক ডজন সাবেক সদস্যও আছে বলে রেজিমেন্টটির সাবেক এক সেনা জানিয়েছেন। আরও কয়েকশ সেনা পথে রয়েছে, বলেছেন তিনি। তবে তাদের মোট কতজন ইউক্রেইনে যাচ্ছে, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

‘পারাস’ নামে পরিচিত এই রেজিমেন্টটি সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও ইরাকে সক্রিয় ছিল।

“তারা খুবই প্রশিক্ষিত এবং অসংখ্য লড়াইয়ে অংশ নিয়েছে। ইউক্রেইনে এই সংকট তাদেরকে দিয়েছে উপলক্ষ, পারস্পরিক আস্থা ও তারা যা ভালো পারে, যুদ্ধ, তা করে দেখানোর সুযোগ,” বলেছেন ওই সাবেক সেনা।তবে ‘তুলনামূলক আনাড়িরাও’ ইউক্রেইনে আসছেন ।শনিবার লিভভের ট্রেন স্টেশনে শরণার্থীদের ভিড়ের মধ্যে নেমেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নগুলোতে সরবরাহ বিশেষজ্ঞ হিসেবে কাজ করা মাইকেল ফেরকল।ফেরকল রোমে প্রত্নতত্ত্ব নিয়ে পড়ছিলেন, সেখানেই তিনি জেলেনস্কির আহ্বান শোনেন এবং ইউক্রেইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।শিকাগোতে তার বাড়ির এলাকায় থাকা অনেকেরই পূর্বপুরুষ ছিলেন ইউক্রেইনের বাসিন্দা; তিনি যেতে চান রাজধানী কিইভে, লক্ষ্য যুদ্ধক্ষেত্রে প্যারামেডিকের দায়িত্ব পালন।

সামরিক বাহিনীর যে রিক্রুটিং অফিসে তিনি নাম লেখান, সেখানে তিনি তার উদ্দেশ্যের কথা জানান; তার যে যুদ্ধের অভিজ্ঞতা নেই, তাও বলেন।“তাদেরকে বলেছি, আমি রোগী দেখতে চাই। সেখানে এক ফিনিশ লোকও ছিলেন, যিনি অনেকটা ‘আমি রাশিয়ানদের হত্যা করতে চাই’ টাইপের,” বলেছেন ২৯ বছর বয়সী ফেরকল।দূর-দূরান্ত থেকে আসা অনেকের জন্য ইউক্রেইন পর্যন্ত ভ্রমণটাই ছিল তুলনামূলক সবচেয়ে সহজ। অনেকে বডি আর্মার, হেলমেট ও অন্যান্য সরঞ্জাম না নিয়েই হাজির হন, তখন তাদেরকে সেগুলো জোগাড় করে দেওয়াই সবচেয়ে কষ্টকর হয় বলে রয়টার্সের সঙ্গে কথা বলা বেশ কজন যোদ্ধা জানিয়েছেন।অনেক ভেটেরান আবার ‘হ্যাভ গান উইথ ট্রাভেল’ নামের ফেইসবুক বা হোয়াইটঅ্যাপের কেবল আমন্ত্রণ পেলেই সদস্য হওয়া যাবে এমন গ্রুপগুলোতে সামরিক সরঞ্জাম ও উপকরণের তথ্য শেয়ার করছেন।এসব গ্রুপে বডি আর্মার, নাইট ভিশন গগলসের মতো উপকরণ চাওয়ার পাশাপাশি স্নাইপার বা যারা ইউক্রেইনের সেনাদের প্রশিক্ষণ দিতে পারেন এমন অভিজ্ঞ সাবেক সেনাদেরও খোঁজা হচ্ছে।

ইউক্রেইনে স্বেচ্ছাসেবী বাহিনীতে সদস্যের সংখ্যা কম না হলেও জেভেলিন এবং এনএলএডব্লিউ অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এমন বিশেষজ্ঞের সংখ্যা কম। দক্ষ সৈনিকদেরও এসব সঠিকভাবে ব্যবহার করতে শিখতে কয়েক মাস লেগে যায়।

তবে ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রগুলোতে যাদের এমনকী যুদ্ধের অভিজ্ঞতা আছে, তাদেরও গলদঘর্ম হতে হবে বলে সতর্ক করেছেন সাবেক এক ব্রিটিশ সেনা, যার ডাক নাম ক্রুগার।তিনি আফগানিস্তানে যুদ্ধ করেছেন, অন্য সৈন্যদের প্রশিক্ষণও দিয়েছেন।“যদি আপনি যুদ্ধ পর্যটক হয়ে এখানে আসেন, তাহলে এটি আপনার জায়গা নয়,” বলেছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য