Monday, February 17, 2025
বাড়িবিশ্ব সংবাদরাশিয়ায় বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা, আশ্রয়ে ৪,৫০০ বাসিন্দা

রাশিয়ায় বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা, আশ্রয়ে ৪,৫০০ বাসিন্দা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ এপ্রিল: রাশিয়ায় কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে ৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।ওরেনবার্গের উরাল নদীর পানির স্তর আগামী তিনদিনে বিপজ্জনক সীমায় প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা।আঞ্চলিক কর্তৃপক্ষ বলেছে, তারা মঙ্গলবার বন্যা চরম সীমায় পৌঁছতে পারে বলে আশঙ্কা করছেন। পরিস্থিতি ২০ এপ্রিলের পর নিয়ন্ত্রণে আসতে পারে।রাশিয়ার উরাল পার্বত্য এলাকা এবং সাইবেরিয়ার কয়েকটি এলাকা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। পাশাপাশি বন্যার কারণে কাজাখস্তানেরও ১০ টি উত্তরাঞ্চলীয় এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে।

কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় রোববার বলেছে, তারা আপাতত ১২ হাজার মানুষকে অস্থায়ী শিবিরে রেখেছে। ওদিকে,রাশিয়া কর্তৃপক্ষ শনিবারেই ওরেনবার্গ অঞ্চলের ওরস্ক নগরীর আশপাশ থেকে ৪ হাজার ৫০০ জনকে সরিয়ে নেওয়ার কথা জানায়। ভিডিও ফুটেজে মানুষজনকে গলা সমান পানিতে হাটাচলা করতে দেখা গেছে।বিবিসি জানায়, সাধারণ মৌসুমি বন্যার তুুলনায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বরফ গলার কারণে। উরাল পর্বতে উদ্ভূত উরাল নদী বয়ে গিয়ে পড়ে কাস্পিয়ান সাগরে। বরফ গলা পানির কারণে গত শুক্রবার মাত্র কয়েক ঘন্টাতেই নদীটির পানি ফুলে ফেঁপে উঠে ওরস্ক নগরীর বাঁধ ভেঙে যায়।ক্রেমলিন সতর্ক করে দিয়ে বলেছে, কিছু জায়গায় পানির মাত্রা গত ১০০ বছরের যে কোনও সময়ের তুলনায় এখন অনেক দ্রুতগতিতে বেড়ে যাচ্ছে।

রাশিয়ার সীমান্ত অঞ্চলে রাজধানী মস্কো থেকে ১৮০০ কিলোমিটার ওরস্ক নগরীর একটি তেল শোধনাগার বন্যার কারণে অচল হয়ে পড়েছে। ক্রেমলিন রোববার বলেছে, উরালের কুরগান এবং সাইবেরিয়ার তাইয়ুমেন অঞ্চলেও বন্যা এখন অবশ্যম্ভাবী।ওই দুই এলাকার বাসিন্দাদের দ্রুতই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নগরীতে খুব শিগগিরই বন্যার পানি ঢুকে পড়বে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।ওরেনবার্গ অঞ্চলের গভর্নর ডেনিস পাসলার বলেছে, বন্যার রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে এত ভয়াবহ বন্যা আগে আর কখনও দেখা যায়ন।রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবেলা মন্ত্রী অ্যালেক্সান্ডার কুরেঙ্কোভ রোববার ওরস্ক নগরী পরিদর্শনকালে সতর্ক করে বলেছেন, পরিস্থিতি খুবই গুরুতর। শুক্রবার একটি বাঁধ ভেঙে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।ওদিকে, কাজাখস্তানের প্রেসিডেন্টও বলেছেন, ব্যাপকতার মাত্রা এবং প্রভাবের দিক থেকে এই বন্যা দেশটির প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য