স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। ইউক্রেইনের সেনাবাহিনী জানিয়েছে, পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কাছে রাস্তায় রাশিয়ার চারটি ট্যাংক তারা ধ্বংস করেছে এবং লুহানস্ক শহরের কাছে ৫০ রুশ সেনাকে হত্যা করেছে।
দেশের পূর্বে রাশিয়ার ষষ্ঠ একটি বিমানও ভূপাতিত করা হয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছে ইউক্রেইন। তবে রাশিয়া তাদের কোনও বিমান বা সঁজোয়া যান ধ্বংস হওয়ার খবর অস্বীকার করেছে।ইউক্রেইনের সীমান্তরক্ষী বাহিনী বলেছে, দক্ষিণের খেরসন অঞ্চলে তাদের তিন সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেইনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশ একই মহাদেশের অন্য দেশে এত বড় আক্রমণ চালায়নি।রাশিয়ার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষায় প্রস্তুত নাগরিকদের যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি; যারা যারা অস্ত্র চাইবে তাদেরকে তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।